দাপুটে পারফর্ম্যান্স উপহার দিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে সঙ্গত꧋ কারণেই🅘 ফুরফুরে মেজাজে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। রবিবার প্রেমদাসাতেই দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের হাসি-ঠাট্টা, মস্করায় মেতে ওঠার ছবি। সেই রেশ বজায় থাকে টিম হোটেল ছাড়ার সময় পর্যন্তও।
এশি🅘য়া কাপ সাঙ্গ হওয়ার পরে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই ভারতীয় দলের। দেশে ফিরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেমে পড়তে হবে টিম ইন্ডিয়াকে। সেই রেশ কাটার আগেই ꦯশুরু হয়ে যাবে ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান। স্বাভাবিকভাবেই এশিয়া কাপের ফাইনালের ঠিক পরেই কলম্বো ছেড়ে দেশে ফেরার বিমান ধরে টিম ইন্ডিয়া।
রবিবার রাতে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে টিম বাসে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে রীতিমতো বিব্রত হতে হয় নিজের হাস্যকর ভুলের জন্য। সতী🌺র্থদের টিপ্পনিও হজম করতে হয় রোহিতকে।
আসলে রোহিত বিমানবন্দরে যাওয়ার জন্য টিম বাসে উঠে পড়ার পরে বুঝতে পারেন যে, তিনি পাসপোর্ট ফেলে এসেছেন হোটেলে। সতীর্থরা যখন জানতে পারেন যে, ক্যﷺাপ্টেন পাসপোর্ট ছাড়াই টিম হোটেল থেকে চেক আউট করেছেন, তাঁরা সমবেতভাবে উল্লাসে ফেটে পড়েন। রোহিতকে হজম করতে হয় সেই টিপ্পনি। এমন মজাদার ঘটনার ভিডিয়ো সঙ্গত কারণেই সোশ্যাল মিডিয়ায়꧅ দ্রুত ছড়িয়ে পড়ে।
আসল✃ে রোহিতের টিম হোটেলে জিনিসপত্র ফেলে আসার অভ্যাস বহু পুরনো। একদা বিরাট কোহলি রোহিতের এমন অভ্যাসের কথা জানিয়েছিলেন অনুরাগীদের। বছর ছয়েক আগেই কোহলি বলেছিলেন, ‘রোহিত শর্মার মতো জিনিসপত্র ফেলে আসতে আমি আর কাউকে দেখিনি। এমনকি ও আইপ্যাড, পাসপোর্টও ভুলে ফেলে আসে।’
🍌 কোহলি যে মোটেও ভুল কিছু বলেননি, বোঝা গেল এই ঘটনাতেই। শেষমেশ এক সাপোর্ট স্টাফ এসে রোহিতকে ফির🦋িয়ে দেন তাঁর পাসপোর্ট।