সিরাজকে দিয়ে আর বল করাতে রোহিত🍌❀কে বারণ করেছিলেন ট্রেনার। সিরাজকে দ🐠িয়ে ৭ ওভার টানা বল করানোর পর থামতে বলেছিলেন ট্রেনার- জানালেন রোহিত Updated: 18 Sep 2023, 08:20 AM IST লেখক HT Bangla Correspondent রবিবার খেলা শুরুর আগেই শেষ করে দিলেন মহম্মদ সিরাজ। এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নিলেন সিরাজ। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে গেল ৫০ রানে। সিরাজের দৌলতে ১০০ ওভারের খেলা শেষ হয়ে গেল ২১.৩ ওভারে।
উইকেটের পিছনে গ্লাভস হাতে ভালো পারফরম্যান্স করেছেন কেএল রꦰাহুল। IND vs SL: কঠিন উইকেটে ভালো খেলে স্বস্তি লাগছে-ꦑ 🐓অকপট কেএল রাহুল Updated: 18 Sep 2023, 12:15 AM IST লেখক Tania Roy প্রথম দু'টি ম্যাচে না খেললেও সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে কামব্যাক ঘটে রাহুলের। অনবদ্য শতরান করে তাঁর কামব্যাককে রাঙিয়ে দেন রাহুল। এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে রাহুল বলেন, কয়েক সপ্তাহ আগেও তিনি চিন্তিত ছিলেন। তবে বেশ কিছু ভালো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পেরেছেন। যা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে।
হার্দিক পান্ডিয়া। টস হারাটা মঙ্গল হয়েছে, সিরাজও দারুণ বল সুইং ক💜রিয়েছে- স্পষ্ট দাবি হার্দিকের Updated: 18 Sep 2023, 12:09 AM IST লেখক HT Bangla Correspondent ১০ উইকেটে দাপটের সঙ্গে ম্যাচ জিতে নিয়েছে ভারত। ফাইনালে জেতার পর ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বলেছেন, টস হারাটা ভারতের জন্য ভালো হয়েছে। পাশাপাশি তিনি মহম্মদ সিরাজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
শার্দুল ঠাকুর। চোখের পলকেই শেষ ম্যাচ, এর থেকে ভালো কিছুই হতে পারে𒀰 না- আবেগে ভাসছেন শার্দু🔯ল Updated: 01 Nov 2023, 04:13 PM IST লেখক HT Bangla Correspondent এশিয়া কাপের যে ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছিল, সেই ম্যাচের ফয়সালা হয়ে গেল মাত্র ২১.৩ ওভারে। এশিয়া কাপের ফাইনাল যে এত সংক্ষিপ্ত হতে পারে, তা কেউ অনুমান করতে পারেননি। এত একপেশে ফাইনাল দেখে হতবাক শার্দুল ঠাকুর।
মহম্মদ সিরাজ। বল সুইং করছিল, ব্যাটের সামনে বল ফে🌠লার চেষ্টা করেছি- সাফল্যের রহস্য ফাঁস সিরাজের Updated: 17 Sep 2023, 10:02 PM IST লেখক Tania Roy ৭ ওভার বল করে ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। মাত্র ১৬ বলে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন তিনি। একদিনের ক্রিকেটে যৌথ ভাবে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। এশিয়া কাপে দ্বিতীয় সেরা বোলিং গড় এখন সিরাজের পকেটে। ভারতীয় বোলার হিসেবে এক ওভারে সর্বোচ্চ ৪ উইকেটও নিয়েছেন তিনি।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েღছে ভারত। তারপরই মজাদার টুইট ক💮ন্ডোম কোম্পানির। (ছবি সৌজন্যে এএফপি ও প্রতীকী ছবি Pixabay) পুরো কুইকি, জলদি শেষ করা সবসময় খারাপ নয়! ভারতের জয়ের পর ছক্কা কন্ডো𝔍ম সংস্থার Updated: 17 Sep 2023, 09:40 PM IST লেখক Ayan Das শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপে জিতেছে ভারত। ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা ছিল, সেটার লেশমাত্র দেখা যায়নি। শ্রীলঙ্কাকে স্রেফ ধ্বংস করে দিয়েছেন মহম্মদ সিরাজরা। তারপরই সোশ্যাল মিডিয়ায় মজাদার পোস্ট করল একাধিক সংস্থা।
IND vs SL: সবচেয়ে বেশি বল বাকি থাকতে♓ জয়ের নজির ভারতের,রোহিত ছুঁলেন ধোনি, অজহারক꧅ে Updated: 17 Sep 2023, 08:51 PM IST রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ২০২৩ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটের বিশাল জয়ের রেকর্ড করেছে ভারত। মহম্মদ সিরাজের আগুনে বোলিং পারফরম্যান্সের সামনে শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানে গুটিয়ে যায়। ভারত ৬.১ ওভারে জয় তুলে নিয়ে গড়ে ফেলে একাধিক রেকর্ড।
ফাইনালের সেরা ক্রিকেটারে♑র পুরস্কার হাতে সিরাꦕজ। ছবি- এএফপি। IND vs SL: ꦉম্যাচের সেরার পুরস্কারের টাকা মাঠকর্ম💃ীদের দিয়ে মন জিতলেন সিরাজ Updated: 17 Sep 2023, 08:09 PM IST লেখক Abhisake Koley India vs Sri Lanka Asia Cup 2023 Final: বল হাতে নিজের দুরন্ত পারফর্ম্যান্সে সমর্থকদের কুর্নিশ আদায় করে নেন মহম্মদ সিরাজ। তবে ম্যাচের শেষে ভারতীয় পেসারের আচরণ মন জিতে নেয় ক্রিকেটপ্রেমীদের।
এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। দুই ইনিংস মিলিয়ে খেলা হল ১২৯ বল, সংক্ষিপ্ততম ODI-এর তালিকায় ভার꧑ত-লঙ্কা ম্যাচ Updated: 17 Sep 2023, 07:47 PM IST লেখক Tania Roy ভারত-শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে দুই ইনিংস মিলিয়ে খেলা হয়েছে মোট ১২৯ বল। আর সেই সঙ্গে এই ম্যাচটি পুরুষদের সবচেয়ে সংক্ষিপ্ততম ওয়ানডেগুলির তালিকায় নাম তুলে ফেলেছে।
ওয়াশিংটন সুন্দর। IND vs SL: একদিন আগে এসেই ফাইনালের একাদশে সুন্দর, বাদ প✅ড়লেন শার্দুল,নেই শ্রেয়সও Updated: 17 Sep 2023, 04:00 PM IST লেখক Tania Roy ওয়াশিংটন সুন্দর ২০২৩ সালের জানুয়ারি থেকে ভারতের হয়ে খেলেননি। অথচ ম্যাচের আগের দিন কলম্বোতে পৌঁছেই রবিবারের লড়াইয়ে অক্ষর প্যাটেলের বদলে একাদশে তিনি জায়গা করে নিয়েছেন। স্বাভাবিক ভাবেই এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে।
ভারত কি পারবে শ্র💦ীল🦋ঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে? Asia Cup: এটা পিসির বাড়ি নয় যে ভারত﷽ গিয়ে আরামে জি🃏তবে-রোহিতদের সতর্ক করলেন শোয়েব Updated: 17 Sep 2023, 01:10 PM IST লেখক Tania Roy শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালের আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। শুক্রবার সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের কাছে হারটা ভারতের কাছে বড় ধাক্কা ছিল। শোয়েবের মতে, টিম ইন্ডিয়ার জন্য জেগে ওঠার বার্তা ছিল।
বাবর আজমকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। চাপ সামলাতে না পারলে, জাতীয় দলে খেলার অধিকার নেই- ব♕াবরকে কটাক্ষ পাক প্রাক্তনীর Updated: 17 Sep 2023, 12:21 PM IST লেখক Tania Roy এশিয়া কাপ থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পরেই চলছে বাবর আজমকে নিয়ে তীব্র সমালোচনা। অধিনায়ক হিসেবে তাঁর কিছু সিদ্ধান্ত নিয়েই উঠেছে প্রশ্ন। যে কারণে বিশ্বকাপের আগেই চাপে পড়ে গিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
আউট হচ্ছেন বাবর আজম (ছবি-এএফপি) ২২৮ রানটা꧙ কি বাবর একা করবে! পাকিস্তান দলের অধিনায়কের পাশে দাঁড়ালেন মহম্মদ হাফিজ Updated: 17 Sep 2023, 11:29 AM IST লেখক Sanjib Halder বাবর আজমের পাশে দাঁড়িয়েছেন মহম্মদ হাফিজ। তিনি বাবরের পাশে দাঁড়িয়েছেন। হাফিজ বলেছেন যে প্রত্যেক অধিনায়কই প্রায়শই পরাজয়ের পরে সমালোচনার শিকার হন না। ভারতের বিরুদ্ধে দলের বড় পরাজয়ের কথা উল্লেখ করে, হাফিজ জোর দিয়ে বলেছিলেন যে ২২৮ রান (পরাজয়ের ব্যবধানে) করা বাবরের একার দায়িত্ব ছিল না।
ট্রফি নিয়ে ভারতীয় দল। ছবি- এপি। IND vs SL Asia Cup Final Live: এ🔥শিয়া চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পুরস্কার পেল ভারত? Updated: 17 Sep 2023, 10:34 AM IST India vs Sri Lanka Asia Cup 2023 Final live Score Updates: ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা ৫০ ছুঁয়েই অল-আউট হয়ে যায়। মহম্মদ সিরাজ ৬টি ও হার্দিক পান্ডিয়া ৩টি উইকেট দখল করেন। পালটা ব্যাট করতে নেমে ভারত কোনও উইকেট না হারিয়েই জয় তুলে নেয়।
বাবর আজম ও সানা মীর বাবর-শাহিনের ঘটনা বাইরে কেন? বিশ্বকাপের আগে এটা পাকিস্তান দলের ক্ﷺষতি- সানা মীর Updated: 17 Sep 2023, 10:18 AM IST লেখক Sanjib Halder ড্রেসিংরুমে বাবর আজম এবং শাহিন আফ্রিদির মৌখিক লড়াই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক খবর সামনে আসছে। দুই তারকার লড়াইয়ের খবর অনলাইনে প্রকাশিত হওয়ার পরে এবার মুখ খুললেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সানা মীর।
ফাইনালে ভারতের একাদশে অনেকগুলো পরিবর্তন করা হবে। শার্দুল নাকি শামি- কে খেলবেন? পাঁচে ইশান? ফাইনালে একাদশে বড় 𒀰পরিবর্তন হবে ভারতের Updated: 16 Sep 2023, 11:55 PM IST লেখক Tania Roy বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদবের মতো তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচের জন্য এই পাঁচ প্লেয়ারের একাদশে ফেরাটা কার্যত নিশ্চিতই।
অক্ষর প্যাটেল। বিশ্বকাপের আগে ভারতের চিন্তা বাড়িয়ে Asia Cup-এর ফাইনাল থেকে ছিট𝓰কেই গেলেন অক্ষর Updated: 16 Sep 2023, 10:45 PM IST লেখক Tania Roy বিসিসিআই-এর বিবৃতি অনুসারে, শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ২০২৩ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচের সময়ে অক্ষরের বাঁ-দিকের কোয়াড্রিসেপে স্ট্রেন হয়েছে। যে কারণে তাঁকে ফাইনালে পাওয়া যাবে না। বিশ্বকাপের আগে অক্ষরের চোট ভারতের চিন্তা বহুগুণ বাড়িয়ে দিল।
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়ছে। IND vs SL LIVE Streaming: ফ্রি-তে Asia Cup 2023-এর ফাইন𒊎াল কখন, কী ভ🔯াবে দেখবেন? Updated: 16 Sep 2023, 10:10 PM IST লেখক Tania Roy এশিয়া কাপের হেড টু হেডে কিন্তু দুই দলের সমীকরণ একেবারে সমান। এর আগে এশিয়া কাপে ভারত এবং শ্রীলঙ্কা মোট ২২ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১১ বার জিতেছে ভারত। এবং শ্রীলঙ্কার জয়ও ১১ ম্যাচে। গত বছরের এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা।
রোহিত শর্মা এবং শুভমন গিল। (𓃲ছবি সৌজন্যে, টুইটার ভিডিয়ো ও ▨এপি) 'মেরেসে নেহি হোগা', গিলের কোন কথায় এমন বললেন রℱোহিত? হইচই শুরু নেটপাড়ায় Updated: 16 Sep 2023, 09:53 PM IST লেখক Ayan Das এশিয়া কাপের ফাইনালের আবহে সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মা এবং শুভমন গিলের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। যে ভিডিয়োয় রোহিতকে বলতে শোনা যায়, 'মেরেসে নেহি হোগা, পাগল হ্যাঁ কেয়া?' যে ভিডিয়ো নিয়ে হইচই শুরু হয়েছে।
ওডিআ𝓡ই টিম র্যাঙ্কিংয়ে পাকিস্তান একে উঠতে পারলেও, ভারত প🌟ারবে না। এশিয়া কাপ জিতলেও ODI Ranking-এ একে পৌঁছতে পারবে না ভার𒐪ত, সুযোগ থাকবে পাকিস্তানের Updated: 16 Sep 2023, 09:24 PM IST লেখক Tania Roy এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও, ভারত কিন্তু ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠতে পারবে না। এদিকে ভারত জেতার পরেও, পাকিস্তানের সামনে কিন্তু ফের এক নম্বর ওডিআই দল হওয়ার সম্ভবনা থাকবে। কোন সমীকরণে, জেনে নিন।