ভারত বনাম পাকিস্তান ম্যাচে বাবর আজমদের এগিয়ে রাখলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা পিসিবি-র প্রাক্তন প্রধান কর্তা রামিজ রাজা। ২ সেপ্টেম্বরের বড় ম্যাচের আগে রামিজ জানিয়ে দ♛িলেন ভারতীয় দল আসলে ভুলটা কোথায় করছে। এই সময়ে তিনি রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড𒆙়কে এক হাতি নিয়েছেন। রামিজ রাজার মতে বারবার নিজেদের একাদশ বদলে দলের ক্ষতি করেছে টিম ইন্ডিয়া। যদি তারা তাদের একাদশ ধরে রাখত তাহলে সমস্যা হত না। আর এই কারণেই ভারত বনাম পাকিস্তান ম্য়াচে বাবর আজমদেরই এগিয়ে রাখলেন রামিজ রাজা।
রামিজ রাಌজা তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘ভারত একটু সমস্যায় পড়তে পারে কারণ তারা এখনও সঠিক সংমিশ্রণ খুঁজছে। এর একটি বড় কারণ হল বিশ্বকাপের বছরেও তারা সেটেল ইউনিট তৈরি করতে পারেনি। আমি আসলে অবাক যে তারা একটি বিজয়ী সংমিশ্রণে অপ্রয়োজনীয়ভাবে টিঙ্ক করছে। তারা ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা করছে এবং ফোকাস অন্য কিছুতে চলে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আপনি যদি কাউকে পাকিস্তানের প্লেয়িং ইলেভেন সম্পর্কে জিজ্ঞেস করেন, সে আপনাকে খুব একটা চিন্তা না করেই বলে দেব⭕ে। কিন্তু ভারতের একাদশ সম্পর্কে কাউকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে না কারণ সেটা নিয়ে এখনও জল্পনা রয়েছে। আর এতে লাভবান হতে পারে পাকিস্তান।’
এদিকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা বিশ্বাস করেন যে ওপেনিং ব্যাটসম্যান ফখর জ𝕴ামান বাবর আজমের নেতৃত্বাধীন দলে চলে না। রামিজ রাজা চান আউট অফ ফর্ম থাকা ব্যাটসম্যানকে ভারতের বিরুদ্ধে ম্যাচে বাদ দেওয়া হোক। শেষ চার ওয়ানডেতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি ফখর জামান। তিনি ২, ৩০, ২৭ এবং ১৪ রান করেছেন। রামিজ বলেছেন যে তাঁর হঠাৎ আউট অফ ফর্ম পাকিস্তানের জন্য উদ্বেগের ব𒆙িষয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘সবচেয়ে বড় সমস্যা ফখর জামান। সে একজন অপ্রচলিত হিটার, কিন্তু তাঁর মতো কেউ যদি 🍸ফর্ম হারায়, তাহলে সমাধান খুঁজতে সময় লাগে। আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলেও ভালো করতে পারেননি। তাঁর শারীরিক ভাষা ভালো দেখাচ্ছে না এবং পাকিস্তানের একজন ভালো ওপেনার দরকার। ইমামও সস্তায় আউট হলে চাপ তৈরি হবে। ফখরের কথা ভাবা উচিত পাকিস্তানের।’