একেই বলে ‘কারও পৌষমাস তো কারও সর্বনাশ’। ভারত-পাকিস্তান ম্যাচ রিজার্ভ ডে-তে গড়ানোর জন্য সুবিধে পেয়ে গেল টিম ইন্ডিয়া। কারণ পাকিস্তানের তারকা পেসার সোমবার বলই করতে পারবেন না। যেটা ভারতের কাছে বড় স্𒐪বস্তির বিষয়।
সোমবার ম্য়াচ শুরু হওয়ার 🅠আগে পাকিস্তানের বোলিং কোচ মর্নি মরকেল জানিয়ে দিয়েছেন, হ্যারিস রউফের পিঠের পে𓆏শিতে টান ধরায় তিনি বল করতে পারবেন না। তাঁর দাবি, রবিবার দ্বিতীয় ওভারে বোলিং করার সময়ে রউফ অস্বস্তি বোধ করেছিলেন। তার পরেও অবশ্য রউফ রবিবার ৫ ওভার বল করেছিলেন। ২৭ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি। তবে সোমবার তিনি বল করতে পারবেন না বলেই জানিয়ে দেন মরকেল।
আরও ꦡপড়ুন: ফের শ্রেয়সের চোট- এনসিএ-কে কাঠগড়ায় তুলছেন ভাজ্জি, বিরক্ত গাভাসকর
অফিসিয়াল ব্রডকাস্টে সোমবার মরকেল বলেন, ‘গত কাল রাত থেকে রউফের পেশিতে টান ধরেছে। ওর স্ক♒্যান করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, ওর চোট রয়েছে। জায়গাটা ফুলে গিয়েছে। যেহেতু বিশ্বকাপ সামনেই, তাই আমরা ঝুঁকি নিতে চাইনি। বাকিরা ওর হয়ে বল করে দেবে। আমরা রউফকে নিয়ে ঝুঁকি নিতে চাইছি না।’
বৃষ্টির কারণে অতিরিক্ত দিনে খেলা গড়িয়েছে। রবিবার মাত্র ২৪.১ ওভার খেলা হয়েছিল। সোমবার রিজার্ভ ডে-তে রউফ আর মাঠে নামেননি। তবে তাঁর চোট ঠিক কতটা, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। পিসিবি-র বিবৃতিতে চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ত♕ারা লিখেছে, ‘পরবর্তীতে ওঁকে একটি সতর্কতামূলক এমআরআই করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। যেখানে কোনও টিয়ার দেখা যায়নি। তিনি দলের𒁃 মেডিকেল প্যানেলের পর্যবেক্ষণেই রয়েছেন।’
আরও পড়ুন: ১০০ সেঞ্চুরিꦛর আবদার নিয়ে কোহলিকে অনন্য রুপোর ব্যাট দিলেন শ্রীলঙ্কার নেট বোলার
এর ফলে, কলম্বোতে ভারতের বাকি ইনিংসের জন্য পাকিস্তানকে শাহিন শাহ আফ্রিদি, না🃏সিম শাহ এবং ফাহিম আশরাফ- এই তিন পেস𓆏 বিকল্প নিয়েই কাজ চালাতে হবে। এছাড়া পাকিস্তানের প্রধান স্পিনার শাদাব খান রয়েছেন। সঙ্গে ইফতিখার আহমেদ এবং আগা সলমন পার্টটাইম অফস্পিন করে দিতে পারেন।
রউফ রবিবার উইকেট না পেলেও, ইনিংসে কিছুটা নিয়ন্ত্রণ এনেছিলেন। ☂শাহিন আফ্রিদি রবিবার নিষ্প্রভ থাকায়, তাঁকে বল করা থেকে আগেই তুলে নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তখন নাসিম শাহ এবং রউফ মিলেই দলের বোলিংকে সামালাচ্ছিলেন। সেখানে রউফের চোট পাকিস্তানের কাছে বিশাল বড় ধাক্কা।