শুভব্রত মুখার্জি: রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনাౠয়ক দাসুন শানাকা। গত বারের চ্যাম্পিয়ন 𒉰দল এদিন ফাইনালে প্রথম থেকেই ব্যাকফুটে চলে যায়। বল সুইং করছিল এদিন প্রথম থেকেই। আর তা কাজে লাগিয়ে লঙ্কান ব্যাটিংয়ের টপ অর্ডারকে একেবারে তছনছ করে দেন মহম্মদ সিরাজ একাই। প্রথম চার ওভারের মধ্যে পরে যায় পাঁচটি উইকেট। তার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা দল। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে না পারার ফল ভুগতে হল শ্রীলঙ্কাকে। ১০ উইকেটে লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয় তাদের। ফাইনালে জেতার পর ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া জানান, টস হারাটা ভারতের জন্য ভালো হয়েছে। পাশাপাশি তিনি মহম্মদ সিরাজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
আ𓄧রও পড়ুন: প্রোটিয়াদের কাছে মুখ পুড়িয়ে ODI Ranking-এ তিনে নামল অজিরা, ফের শীর্ষে উঠল পাকিস্তান
ম্যাচ শেষে হার্দিক বলেন, ‘দল হিসেবে ম্যাচের আগে আমরা একসঙ্গে বসে পরিকল্পনা করেছি। ম্যাচ কী ভাবে শেষ করতে হয়, তা নিয়ে আলোচনা করেছি আমরা। বিপক্ষের উপর চাপ তৈরির চেষ্টা করেছি। চাপ তৈরি করে কী ভাবে ম্যাচ শেষ করা যায়, তা নিয়েও আমরা আলোচনা করেছি। আজকের ম্যাচে টস হারাটা খুব ভালোই হয়েছে। কারণ আজ আমরাও ব্যাট করতে চেয়েছিলাম। আমি মনে করি, আমাদের নতুন বলের বোলাররা দারুণ বোলিং করেছে। বিশেষ করে সিরাজ খুব ভ𒊎ালো বোলিং করেছে। প্রথম থেকেই আজ ও বল সুইং করিয়েছে। আমাদের জন্য একাধিক সুযোগ তৈরি করেছে। বর্তমান দিনে ওডিআইতে নতুন বলে ভালো সুইং হচ্ছে। আমরা এটা নি🎃য়েও আলোচনা করেছি যে, যখন বল সুইং করছে. আমাদের সেই সুযোগটা কাজে লাগাতে হবে। প্রথম কয়েক ওভারে বল এত বেশি সুইং করেছে যে, তা ব্যাটে লাগছিল না।’
আরও পড়ুন: বল স🌸ুইং করছিল, ব্যাটের সামনে বꦚল ফেলার চেষ্টা করেছি- সাফল্যের রহস্য ফাঁস সিরাজের
এদিন টস জিতে ম্যাচে প্রথম ব্যাটিং নেয় শ্রীলঙ্কা দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাত্র ১৫.২ ওভার ব্যাটিং করতে সমর্থ হন লঙ্কা🍎ন ব্যাটাররা। ভারতীয় বোলারদের বলের সুইং সামলাতে না পেরে গোটা দল মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায়। সিরাজ, বুমরাহদের সুইং বোলিংয়ের সামনে পড়ে খড়কুটোর মতন উড়ে যান লঙ্কান ব্যাটাররা। কোনও লঙ্কান ব্যাটার এদিন ২২ গজে দাঁড়াতেই পারেননি। একমাত্র কুশল মেন্ডিস এবং দুশান হেমন্ত ছাড়া দুই অঙ্কের রান পাননি আর কেউ। কুশল মেন্ডিস ১৭ এবং হেমন্ত ১৩ রান করে আউট হয়ে যান। চতুর্থ ওভারে সিরাজ একাই চার -চারটি উইকেট তুলে নেন। এই ধাক্কা আর সামলাতে পারেনি শ্রীলঙ্কা দল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬.১ ওভারেই বিনা উইকেট হারিয়ে ৫১ রান তুলে শিরোপা জয় নিশ্চিত করেন ইষান কিষান এবং শুভমন গিল। ইষান ১৮ বলে ২৩ এবং গিল ১৯ বলে ২৭ রান করে অপরাজিত থেকে ভারতকে কাঙ্ক্ষিত জয় এনে দেন।