ছেযুজবেন্দ্র চাহাল, সঞ্জু স্যামসন এ💯বং রবিচন্দ্রন অশ্বিন সেই দুর্ভাগ্যবানদের মধ্যে পড়েছেন, যাঁরা ৩০ অগস্ট থেকে শুরু হতে চলা এশিয়া কাপের জন্য ভারতের ১৭ সদস্যের দলে জায়গা পাননি। যদিও স্যামসন এই এশিয়া কাপের দলের সঙ্গে রিজার্ভ প্লেয়ার হিসেবে শ্রীলঙ্কায় সফর করবেন। এবং কেএল রাহু⭕লের ব্যাকআপ হিসেবে তিনি বিশ্বকাপেও থাকতে পারেন। প্রধান নির্বাচক অজিত আগরকারের মতে, অশ্বিন এবং চাহালকে দলে নেওয়া সম্ভব হয়নি।
তারকা লেগ-স্পিনার যুজি সোশ্যাল মিডিয়ায় ইমোজি পোস্টের মাধ্যমে বুঝিয়েছেন যে, অন্ধকারের পরেই সূর্য উঠবে। অশ্♓বিন অবশ্য বিস্তারিত ভাবে নিজের মনোভাব বুঝিয়ে দিয়েছেন। ২০২৩ এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড নির্বাচন নিয়ে একটি বিশদ বিশ্লেষণ করেছেন। তারকা অলরাউন্ডার শুধুমাত্র নির্বাচকদের পছন্দকে সমর্থন করেননি, দল নির্🤡বাচন নিয়ে যাঁরা সমালোচনা করেছেন, তাঁদের নিন্দেও করেছেন।
আরও পড়ুন: ৬-৬-৬-৪-৬-১- বোলারকে প✨িটিয়ে ছাত♎ু করলেন ইউসুফ, মনে করালেন তরুণ KKR তারকাকে
সঞ্জু স্যামসনকে মূল দলে না দেখে বরাবরের মতোই সোশ্যাল মিডিয়া অখুশি। সূর্যকুমার যাদব ২৪ এবং স্যামসন ৫৫- ওডিআই গড়ে রান করেছেন। সঞ্জুকে না রেখে সূর্যকে ১৭ জনের দলে রাখা ন♔িয়েই শুরু হয়েছে বিতর্ক। নেটপাড়া জুড়ে ক্ষোভের আগুন রয়েছে।
তরুণ তিলক বর্মা, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শক্তিশালী অভিষেকের পরে প্রথম ওডিআই দলে ডাক পেয়েছেন এশিয়া কাপের জন্য, তাঁকেও স্যামসন ভক্তরা ছা🐲ড়েননি। তাঁদের স্পষ্ট দাবি, স্যামসন𒊎কে না নিয়ে এমন একজনকে দলে রাখা হয়েছে, যিনি একটি ওয়ানডেও খেলেনি।
আরও পড়ুন: ভ꧅িডিয়ো- এভাবেও রান🐽আউট হওয়া যায়- আকমলের উইকেট ছুঁড়ে দেওয়া নিয়ে চলছে হাসিঠাট্টা
অশ্বিন অবশ্য স্কাই এবং তিলক- দুই প্লেয়ারের নির্বাচনকেই সমর্থন করেছেন। এবং তাঁর মতে, এঁরা পার্থক্য তৈরি করে দেন খেলায় এ🍌বং বিস্ফোরণ ঘটাতেও ওস্তাদ। অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘নির্বাচকরা জানেন যে তাঁরা কী করছেন। ভারতের মতো একটি বিশাল দেশে, আপনি যখন একটি স্কোয়াড নির্বাচন করবেন, তখন কিছু গুরুত্বপᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚূর্ণ খেলোয়াড় থাকবেন, যাঁরা সুযোগ মিস করতে পারেন। তাই আপনার পছন্দের প্লেয়ার স্কোয়াডে না থাকার কারণে অন্যদের হেয় করা উচিত নয়।’
তিলক চলতি আয়ারল্যান্ড সিরিজে চেনা ছন্দে ছিলেন না। তবে অশ্বিন বলেছেন যে, ওঁর এখন টিম ম্যানেজমেন্টের সমর্থন প্রয়োজন। তারকা স্পিনারের দাবি, ‘তিলক এখনও পর্যন্ত এই আয়ারল্যান্ড সিরিজে খুব বেশি রান করতে প𝄹ারেননি। তবে তিনি প্রথম বল থেকেই অবাস্তব অভিপ্রায় দেখাচ্ছেন। এবং এই তরুণ একটি পরিষ্কার মন নিয়ে ব্যাট করতে নামছেন। যেহেতু তিনি স্কোয়াডে কিছুটা সতেজতা আনছেন, তাই নির্বাচকেরা ওঁকে সমর্থন করেছেন। সূর্যের মতো সেই ব্যাকআপ স্লটের জন্য।’