পরপর ৩ বলে তিনটি উইকেট। তিনটিই বোল্ড। ইউপি টি-২০ লিগের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করলেন একদা জাতীয় দলের সঙ্গে ঘুরে বেড়ানো তরুণ পেসার। রিঙ্কু সিং ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও তাই জিততে অসুবিধা♔ হল না মীরাট মাভেরিকসের।
বুধবার উত্ত🏅রপ্রদেশ💜 টি-২০ লিগের ১৫তম ম্যাচে লড়াইয়ে নামে মীরাট মাভেরিকস ও লখনউ ফ্যালকনস। কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মীরাট। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। শেষ তিন ম্যাচে টানা তিনটি শতরান করা স্বস্তিক চিকারা এই ম্যাচে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন ক্যাপ্টেন মাধব কৌশিক।
স্বস্তিক ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্য🎉ে ৩৯ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪৭ রান করে আউট হন মাধব। রিঙ্কু ꦿসিং ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১২ রান করে মাঠ ছাড়েন। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৮ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকের ঋতুরাজ শর্মা। যশ গর্গ ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪ বলে ১৬ রানের যোগদান রাখেন।
লখনউয়ের বিক্রান্ত চৌধরী ২ ওভারে ২৮ রান খরচ করলেও ৩টি উইকেট তুলে নেন। ৩ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট নেন বিপরাজ নিগম। ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন যশ দয়াꦺল। এছাড়া কৃতজ্ঞ সিং💯 ও হর্ষ ত্যাগী ১টি করে উইকেট পকেটে পোরেন।
জবাবে ব্যাট করতে নেমে লখনউ ১৯.৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তোলে। ক্যাপ্টেন প্রিয়ম গর্গ চোট পেয়ে মাঠ ছাড়েন। তিনি পুনরায় করে ব্যাট করতে নামেননি। তাই লখনউয়🐬ের ইনংস শেষ হয় সেখানেই। ৩৪ রানে ম্যাচ জেতে💮 মীরাট।
আরও পড়ুন:- PAK vs B🌜AN: ক্যাপ্টেন হ𝔉িসেবে দ্রুততম ২০০০, কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
বিপরাজ ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪৫ রানܫ করে আউট হন। হর্ষ ত্যাগী ১১,📖 আনজানেয়া সূর্যবংশী ২৩, প্রিয়ম ২৭, আরাধ্য যাদব ১৩ ও মহম্মদ আমন অপরাজিত ২৮ রানের যোগদান রাখেন।
কার্তিক ত্যাগী ২.৫ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। শেষ ওভারের তৃতীয়, চ🀅তুর্থ ও পঞ্চম বলে (১৯.৩, ১৯.৪ ও ১৯.৫ ওভারে) যথাক্রমে যশ দয়াল, কার🍨্তিকেয়া জসওয়াল ও বিক্রান্ত চৌধরীকে পরপর বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন কার্তিক।