এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দল☂ সোনা জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলও তিতাস সাধুকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। তাঁর মতে তিতাসের নাকি অনেক বেশি প্রতিভা রয়েছে। ঝুলন বিশ্বাস করেন আগামী দিনে ভারতীয় দলকে আরও সাফল্য এনে দেবেন তিতাস। আসলে এশিয়ান গেমসেই ভারতীয় সিনিয়র দলের ক্যাপ পেয়েছেন তিতাস। আর প্রথম ম্যাচ থেকেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে সোনা জয়ের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ন🦩িজের বোলিং দিয়ে সকলকে চমকে দিয়েছেন তিতাস। বিশেষজ্ঞরা বলছেন তিতাস আগামী দিনের ঝুলন গোস্বামী হয়ে উঠবেন।
এই বিষয়ে কথা বলতে গিয়ে ঝুলন গোস্বামি নিউজ18 বাংলাকে বলেন, ‘আমি বিশ্বাস করি তিতাসের মধ্যে আমার থেকেও বেশি প্রতিভা রয়েছে। আগামী দিনে ভারতীয় দলকে আরো সাফল্য এনে দেবে তিতাস।’ 🌳তিনি আরও বলেন, ‘তিতাসের বড় ম্যাচের টেম্পারমেন্টটা দারুন। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, মেয়েটা এখন থেকেই জানে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে যেমন দেখেছিলাম ঠিক তেমনই দেখলাম এশিয়ান গেমসের ফাইনালে। ক্রিকেটের সবচেয়ে সহজ অথচ কঠিন কাজটা যেভাবে প্রত্যেকটা ফাইনালে তিতাস করছে, সেটাই ওকে এত সাফল্য এনে দিচ্ছে। মাত্র এক ম্যাচ আগেই সিনিয়র দলে অভিষেক হয়েছে। সেটা কোনও সময় ওকে দেখে বোঝা যায়নি।’
ফাইনালে তিতাসের বোলিং পারফরমেন্স ঝুলনের মন জিতেছে। ঝুলন বলেন, ‘স্ট্যাম্প টু স্ট্যাম্প, লেন্থ বোলিং করেই সাফল্য পেয়েছেন তিতাস। মহম্মদ শামি যেভাবে বোলিং করে সফল হয়েছে তিতাসও ঠিক সেটাই করছে দেখলাম।’ তিতাসের উইকে🦩ট বুঝে বল করার ক্ষমতা ঝুলনকে মুগ্ধ করেছে। এশিয়ান গেমসের আগে তিতাসকে টিপস দেওয়া নিয়ে ঝুলন বলেন, ‘আমি বাংলার মেন্টর হিসেবে কাজ করি। সেখানে ওকে প্র্যাকটিস করতে দেখেছি ইডেনের ইন্ডোরে। ওর গতিটা বেশ ভালো। আমি বলব, ওর শারীরিক গঠনটাও যথেষ্ট ভালো একজন ফার্স্ট বোলার হওয়ার জন্য। কঠোর পরিশ্রমের মাধ্যমেই ও নিজেকে ত♌ৈরি করেছে।’
তিতাস ছাড়া এদিনের এশিয়ান গেমসের সোনা জয় প্রসঙ্গে বলতে গিয়ে ঝুলন বলেন, ‘প্রথমবার খেলেই সোনা। এটা সত্যিই সেরা সাফল্য। ২০১০ এবং ১৪ এশিয়ান গেমসে ক্রিকেট থাকলেও সেবার ভারতীয় দল খেলেনি। এবার প্রথমবার অংশ নিয়ে যেভাবে চ্যাম্পিয়ন হল তাতে বোঝ🦂া যায় ভারতীয় মহিলা ক্রিকেট সামনের দিকে এগোচ্ছে।’ এই সাফল্যকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন ঝুলন, এর কারণ নিজেই বোঝালেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। তিনি বলেন, ‘অনেক সিনিয়র ক্রিকেটার এই টুর্নামেন্টে শুরু থেকে খেলেননি। জুনিয়ররা সুযোগ পেয়ে নিজেদের ⭕প্রমাণ করেছে। কমনওয়েলথ গেমসে ফাইনালে হারতে হয়েছিল। তবে এশিয়ান গেমসের সোনাটা আগামী দিনে মহিলা ক্রিকেটকে উজ্জ্বীবিত করবে।’