ক্রুনাল পান্ডিয়ার আগুনে ঝলসে যাচ্ছে পঞ্জাব কিংস। ঘরের মাঠে খেলতে নেমেছেন শ্রেয়স আইয়াররা। অথচ ম্যাচের একেবারে শুরুতেই ক্রুনাল কাঁদিয়ে ছেড়েছেন প্রীতি জিন্টার দলকে। ৬.১ ওভারের মধ্যে ২ উইকেট হারায় পঞ্জাব। সেই ২টি উইকেটই তো নিয়েছেনই, সেই সঙ্গে ক্রু🍎নাল একেবারে চিলের মতোই ক্যাচ ধরে শ্রেয়স আইয়ারকেও ফিরিয়েছেন সাজঘরে।
দুই ওপেনারকে ফেরান ক্রুনাল
রবিবার (২০ এপ্রিল) আইপিএলের ৩৭তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬৮ রানে ৩ উইকেট হারায় পঞ্জাব কিংস। সেই তিন উইকেটের পিছনেই বড় ভূমিকা রয়েছে ক্রুনালের। এদিন টস হেরে প্রথমে ব🌞্যাট করতে নেমেছিল পঞ্জাব কিংস। ব্যাট করতে নামলে, ম্যাচের শুরুতেই তারা বড় ধাক্কা খায়। ৪.২ ওভারেই সাজঘরে ফেরেন প্রিয়াংশ আর্য। ১টি ছক্কা, তিনটি চারের হাত ধরে ১৫ বলে ২২ করে আউট হন প্রিয়াংশ। ক্রুনালের বলে তিনি টিম ডেভিডকে ক্যাচ দেন। ৬.১ ওভারে প্রভসিমরন সিং-কেও আউট করে꧋ন সেই ক্রুনালই। ১টি ছয়, ৫টি চারের হাত ধরে ১৭ বলে ৩৩ করে ভালোই খেলছিলেন প্রভসিমরন। কিন্তু তাঁকে সাজঘরে ফেরান ক্রুনাল। প্রিয়াংশের মতোই ডেভিডের হাতে ক্যাচ দিয়ে আউট হন প্রভসিমরন।
ক্রুনালের শিকার শ্রেয়সও
পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার তিনে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু এদিন ফের তিনি ব্যর্থ হন। পঞ্জাব কিংসের অষ্টম ওভারে রোমারিও শেফার্ডের বলে ক্যাচ তোলেন শ্রেয়স। বলটি লক্ষ্য করে ক্রুনাল লং-অন থেকে বাঁ-দিকে দৌড়ে এসে পুরো চিলের মতো ক্যাচটি ছোঁ মেরে ধরে নেন। অসাধারণ ক্যাচ। শ্রেয়সও হয়তো হতবাক হয়ে গিয়েছিলেন। বলটি ধরার পর মাটিতে গড়িয়ে পড়েন ক্রুনাল। কিন্তু হাত থেকে বল ছাড়েননি। নিঃসন্দেহে টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ। এদিকে ১০ বল খেলেꦕ মাত্র ৬ রান করে শ্রেয়স আউট হতেই শেফার্ড এবং বিরাট কোহলি মিলে বাঁধভাঙা সেলিব্রেশনে মাতেন। বড় ধাক্কা খায় পঞ্জাব।
কোনও মতে দেড়শোর গণ্ডি টপকায় পঞ্জাব
চলতি আইপিএল ২০২৫-এ শ্রেয়স আইয়ার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গল্প অনেকটা একই রকমের বলে মনে হচ্ছে। এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত আরসিবি টানা তিনটি হোম ম্যাচ হেরেছে, এদিকে শ্রেয়স আইয়ারও নিউ চণ্ডীগড়ে পঞ্জাব কিংসের হোম গ্রাউন্ডে এখনও প্রভাবশালী পারফর্ম্যান্স করতে পারেননি। যাইহোক এদিন পঞ্জাব শুরুতেই ক্রুনালের দাপটে গুটিয়ে গিয়েছিল। শেষমেশ কোনও মতে তারা নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। সপ্তম উইকেটে ৩৭ বলে কো𓄧নও মতে ৪৩ রান যোগ করেন শশাঙ্ক সিং এবং মার্কো জানসেন। যার জেরে ১৫০ রানের গণ্ডি টপকায় পঞ্জাব। ৩৩ বলে মন্থর ৩১ করে অপরাজিত থাকেন শশাঙ্ক। ২০ বলে অপরাজিত ২৫ করেন মার্কো জানসেন।