শনিবার পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগে বিধ্বংসী ব্যাটিং করেন আবদুল সামাদ। তাঁর ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতার পরেই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ জন্মানো স্বাভাবিক যে, কে এই আবদুল সামাদ। কেননা শনিবারই আইপ𝓀িএলে লখনউ সুপার জ⭕ায়ান্টসের হয়ে মাঠ মাতান আরও এক আবদুল সামাদ, যাঁকে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ভালো করেই চেনেন।
শনিবার রাওয়ালপিন্ডিতে মুলতান সুলতানসের বিরুদ্ধে পিএসএল ম্যাﷺচে পেশোয়ারা জালমির হয়ে মাঠে নামেন আবদুল সাꩵমাদ। তিনি ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ১৪ বলে ৪০ রান করে আউট হন।
এদিকে শনিবারই জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ম্যাচেꦡ লখনউ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নামেন আবদুল সামাদ। তিনি ৪টি ছক্কার সাহায্যে ১০ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।
একই সময়ে দুই প্রতিবেশী দেশে ব্যাট হাতে ঝড় তোলা আবদুল সামাদ যে একই ক্রিকেটার নন, সেটা বুঝতে অসুবিধা হয় না। কেননা জম্মু-কাশ্মীরের ঘরোয়া ক্রিকেটার আবদুল সামাদ আইপিএলের সৌজন🅘্যে আন্তর্জাতিক ক্রিকেটমহলে অতি ꦗপরিচিত। তাছাড়া, ভারতীয় ক্রিকেটাররা অন্য কোনও দেশের টি-২০ লিগে মাঠে নামেন না। ক্রিকেটপ্রেমীদের আগ্রহ নিরসনের জন্য পরিচয় করে নেওয়া যাক পিএসএলের আবদুল সামাদের সঙ্গে। পাশাপাশি তুলনা করা যাক দুই ক্রিকেটারের কেরিয়ারকে।
আরও পড়ুন:- Most ꦉSixes In IPL: ১১তম ব্যাটার হিসেবে আইপিএলে ২০০ ছক্কা রাহুলের, সেরা দশে কারা?
আইপিএলের আবদুল সামাদ বনাম পিএসএলের আবদুল সামাদ
পাকিস্তানের ২৭ বছর বয়সী আবদুল সামাদ দেশের হয়ে ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন। গত নিউজিল্যান্ড সফরে ♍পাকিস্তানের হয়ে ৪টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ৬৬ রান সংগ্রহ করেন তিনি। চারটি ইনিংসে সামাদের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৭, ১১, ৪৪ ও ৪। সিরিজের ১টি ম্যাচে ব্যাট করার সুযোগ পানন෴ি তিনি। অন্যদিকে ভারতের আবদুল সামাদের এখনও দেশের হয়ে মাঠে নামার সুযোগ হয়নি।