শুভব্রত মুখার্জি:- ওডিআই বিশ্বকাপের খারাপ পারফরম্যান্সের পরে প্রথম সিরিজ খেলতে চলেছে পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের দেশেই এই সিরিজ খেলবে পাকিস্তান। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়াতে। সেখানে ক্যানবেরাতে প্রধা⛄নমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান দল। তবে ক্যানবেরার পিচ, আয়োজন নিয়ে একেবারেই খুশি নন পাকিস্তানের টিম ডিরেক্টর মহম্মদ হাফিজ। তাঁর মতে অস্ট্রেলিয়াতে পাকিস্তান শুধু লড়াই করতে আসেনি। সিরিজ জিততেই তারা এসেছেন। সেখানে দাঁড়িয়ে এই রকম স্লো পিচে প্রস্তুতি ম্যাচ দেওয়াতে একেবারেই খুশি নন মহম্মদ হাফিজ।
ওয়াকাতে পাকিস্তানের সকাল বেলা অনুশীলন পর্ব ছিল। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন মহম্মদ হাফিজ। এখানেই তিনি তাঁর ক্ষোভ উগড়ে দেন। মহম্মদ হাফিজ জানান, ‘অস্ট্রেলিয়াতে সফরকারী দল হিসেবে মনে🗹 হয় আমরাই মন্থরতম পিচ পেয়েছি প্রস্তুতির জন্য। দল হিসেবে আমরা খুবই খুশি। আমরা সঠিকভাবে প্রস্তুতি নিয়েছি। আর সেই কারণে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। অনুশীলনে আমরা সমস্ত দ🔥িকটা খেয়াল রাখছি। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই আমরা যথেষ্ট অনুশীলন করেছি।’
মহম্মদ হাফিজ আরও যোগ করে বলেন, ‘সবাই জানত, যে ধরনের পিচ আমরা চেয়েছিলাম তা আমরা একেবারেই পাইনি। তা🥃ই এটা নিয়ে বারবার বলার কোন মানে হয় না। তবে আমরা এই বিষয়টি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলব। আমরা এই ধরনের পিচ নিয়ে খুব হতাশ। আমরা একেবারেই এই ধরনের আয়োজন আশা করিনি। হয়তো এটা ওদের পরিকল্পনার অঙ্গ হতে পারে। আমরা সবকিছুকে মোকাবিলা করতে প্রস্তুত। বিষয়টি নিয়ে আলাদা করে কোন অজুহাত দেব না। তবে এই আয়োজন আমরা একেবারেই আশা করিনি। অস্ট্রেলিয়ার সফরে আমরা সব ধরনের চ্যাꦜলেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।’