বোলাররা অসাধারণ পারফর্ম্যান্স মেলে ধরলে🍎ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা পালটা লড়াই ফিরিয়ে দিতে পারলেন না অজি শিবিরে। ফলে দ্বিতীয় দিনের শেষেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে কোণঠাসা দেখাচ্ছে ক্যারিꦐবিয়ানদের।
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা প্রথম দিনেই নিজেদের 💙প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১৮৮ রানে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস স্থায়ী হয় ৬২.১ ওভার। কার্ক ম্যাকেঞ্জি ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে সব থেকে বেশি ৫০ রান করেন। ৪টি করে উইকেট নেন জোশ হেজেলউড ও প্যাট কামিন্স।
হেজেলউড অস্ট্রেলিয়ার নবম পেসার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মাইলস্টোন টপকে যান। মাইলস্টোন ছুঁতে তাঁর দরকার ছিল মোটে ১টি উইকেট। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে তাদܫের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৫৯ রান তোলে।
তার পর থেক𒁃ে খেলতে নেমে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৮৩ রানে। তারা ৮১.১ ওভার ব্যাট করে। ২০০৯ সালের পরে ফের অস্ট্রেলিয়াকে টেস্টে তাদের ঘরের মাঠে অল-আউট করে ওয়েস্ট ইন্ডিজ। সৌজ൩ন্যে, অভিষেককারী শামার জোসেফের পাঁচ উইকেট।
অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত শতরান করেন ট্র্যাভিস হেড। তিনি ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৩৪ বলে ১১৯ রানের আগ্রাসী ইন🧸িংস খেলে মাঠ ছাড়েন। এছাড়া উসমান খোয়াজা ৪৫, স্টিভ স্মিথ ১২, মার্নাস ল্যাবুশান ১০, ক্যামেরন গ্রিন ১৪, মিচেল মার্শ ৫, অ্যালেক্স ক্যারি ১৫, মিচেল স্টার্ক ১০, প্যাট কামিন্স ১২ ও নাথান লিয়ಌন ২৪ রানের যোগদান রাখেন।
ওয়েস্ট ইন্ডিজের শামার ꦜজোসেফ ৯৪ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন কেমার রোচ ও জাস্টিন গ্রেভস। ১টি উইকেট সংগ্রহ করেন আলজারি জোসেফ।