কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২৭ সালের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্ত করল অস্ট্রেলিয়া বোর্ড। ২০২৬ সাল পর্যন্ত প্রাথমিকভাবে তাঁর সঙ্গে চুক্তি ছিল অজিদের। কিন্তু তিনি দল ছাড়লে নতুন কোচের তত্বাবোধানে মাত্র ১ বছরের মধ্যেই বিশ্♚বকাপে মাঠে নামতে হত অজিদের। সেই ঝুঁকি না নিয়ে তাই ম্যাকডোনাল্ডের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।
২০২৭ পর্যন্ত দায়িত্বে ম্যাকডোনাল্ড-
২০২২ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচের পদে আসেন অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড। তাঁর সঙ্গে ২০২৬ ༒সাল পর্যন্ত চুক্তি ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। তবে কোচ হিসেবে তা🦋ঁর পারফরমেন্স পর্যবেক্ষণ করার পরই তাঁর মেয়াদ আরও প্রায় ২ বছরের জন্য বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ২০২৭ ওডিআই বিশ্বকাপেও ম্যাকডোনাল্ডের কোচিংয়েই খেলতে নামবে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন-ভারতে এসে 𒈔ভারতকে হারানো! ওরে বাবা! সে তো WTC জেতার থেকে কঠিন! স্বীকারোক্তি 𓆏টিম সাউদির…
সাফল্য পাওয়ার জন্যই ভরসা করল ক্রিকেট অস্ট্রেলিয়া-
২০২২ সাল থেকে অস্ট্রেলিয়া দলের কোচের হটসিটে বসার পর ২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বাকাপে চ্যাম্পিয়ন হয় প্যাট কামিনসের দল। টি২০ বিশ্বকাপে তেমন নজর কাড়তে না পারলেও দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে অজিদের সাম্প্রতিক সাফল্যের কারণেই ম্যানডোনাল্ডকে কোচের পদ𝔍ে আরও প্রায় ২ বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা হল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-ঘরের মাঠেই কিউয়ি সিরিজে হার! বিরাটদের অফ ফর্মে স্🐲বস্꧟তি অজিদের! হুঙ্কার কামিন্সের
পরপর ম্যাচ থাকায় মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত-
আসলে ২০২৬-২৭ মরশুমের ডিসেম্বর জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ হোস্ট করবে অস্ট্রেলিয়া। এরপর ভারতে এসಌে তাঁরা খেলতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ২৭ সালের মার্চে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে ১টি টেস্ট ম্যাচ। এছাড়াও নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধেও দুটি টেস্টের সিরিজ রয়েছে তাঁদের। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাসেজও রয়েছে ২০২৭ সালে।
টানা ওডিআই ম্যাচও রয়েছে-
এ তো গেল স্রেফ টেস্টের হিসেব। অ্যাসেজের পর রয়েছে ২০ꦆ২৭ ওডিআই বিশ্বকাপ যেখানে অস্ট্রেলিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে। এর আগেই অজি অধিনায়ক প্যাট🏅 কামিনস জানিয়েছিলেন তিনি ম্যাকডোনাল্ডের সঙ্গে দীর্ঘদিন কাজ করতে পারেন। কারণ তাঁদের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো। তাই দলের কথা বিবেচনা করেই আরও কিছুটা সময়ের জন্য ম্যাকডোনাল্ডের কোচিংয়ের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।