শুভব্রত মুখার্জি:- ব্রিসবেন গাব্বা বরাবরের দুর্গ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া দলের কাছে। ২০২১ সালে কার্যত তরুণ ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল সেই দুর্গ ভেঙে জয় ছিনিয়ে নিয়ে ২-১ ফলে ঐতিহাসিকꦫ টেস্ট সিরিজ জিতেছিল। বর্তমানে দীর্ঘদিন বাদে ক্যারিবিয়ান দল গিয়েছে অস্ট্রেলিয়া সফরে। তারাও কার্যত তরুণ দল নিয়েই গিয়েছে অজিদের বিরুদ্ধে টেস্ট খেলতে। আর গাব্বাতে দ্বিতীয় দিনের শেষে যে লড়াইটা তারা অজি শিবিরকে ফিরিয়ে দিয✨়েছে তাতে ফের একবার ঋষভ পন্ত এবং ভারতীয় দলের লড়াই মনে পড়তে বাধ্য। ক্রেগ ব্রাথওয়েটের দল দ্বিতীয় দিন শেষে এগিয়ে রয়েছে ৩৫ রানে। তাদের হাতে রয়েছে এখনো নয়টি উইকেট। দিনের শেষে যদিও তাদের অল্প হলেও ধাক্কা দিয়েছে অস্ট্রেলিয়া।
অজি পেসার 𒁃জোস হেজেলউড দিনের শেষবেলায় তেগনারায়ণ চন্দ্রপলের উইকেটটি তুলে নিয়ে অজিদেরকে কিছুটা হলেও ম্যাচে ফিরিয়েছেন। অত্যন্ত ব্যাটের কানায় অত্যন্ত সূক্ষ্মভাবে লাগে বল। আর তা তালুবন্দি করে চন্দ্রপলকে সাজঘরের রাস্তা দেখান কিপার অ্যালেক্স ক্যারি। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ দলের স্কোর ১ উইকেট হারিয়ে ১৩ রান। ২৬ বল খেলে চার রান করে আউট হয়েছেন চন্দ্রপল। উইকেটে অপরাজিত রয়েছেন অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। ২০ বল খেলে ৩ রানে অপরাজিত আছেন তিনি। চন্দ্রপল আউট হয়ে যাওয়ার পরেই ক্যারিবিয়ান দ্বিতীয় ইনিংসে ৭.৩ ওভার বল হয়ে যাওয়ার পরেই দ্বিতীয় দিনের খেলা শেষের ঘোষণা দেন অনফিল্ড আম্পায়াররা।
প্রসঙ্গত এই টেস্টে প্রথমে ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ। তারা প্রথম ইনিংসে ৩১১ রান করেছেন। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন জসুয়া দ্য সিলভা। এছাড়াও ৭১ রানের একটি সুন্দর ইনিংস খেলেছেন কাভেম হজ। কেভিন সিনক্লেয়ারও করেছেন অনবদ্য ৫০ রান। জবাবে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে অজিরা ৯ উইকেটে ২৮৯ রান থাকা অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এদিন অজি ব্যাটিংকে এক🦩টা সময়ে চেপে ধরেছিলেন ক্যারিবিয়ান পেসাররা। আলজারি জোসেফ, ꦏকিমার রোচদের দাপটে একটা সময়ে অজিদের স্কোর ছিল ৫৪ রানে পাঁচ উইকেট। তারপরে ৬ উইকেটে স্কোর দাঁড়ায় ১৫০।
অজিদের হয়ে এদি𒊎ন ব্যাট হাতে লড়াইটা করেছেন মূলত তিনজন। ওপেনার উসমান খোয়াজা, কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি এবং অধিনায়ক প্যাট কামিন্স। খোয়াজা দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেছেন ১৩১ বলে। মেরেছেন ১০টি চার। আক্রমণাত্মক ভঙ্গীমায় ব্যাট করেছেন ক্যারি। তিনি মাত্র ৪৯ বলে করেছেন ৬৫ রান। মেরেছেন ৯টি চার এবং ১টি ছয়। অধিনায়ক কামিন্স ৭৩ বলে ৬৪ রান করে অপরাজিত থেকেছেন। তাঁর ইনিংস সাজানো ছিল 💃৮টি চার এবং একটি ছয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ৮৪ রান দিয়ে ৪ টি এবং কিমার রোচ ৪৭ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত ম্যাচে ৩৫ রানে এগিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা। তাদের হাতে রয়েছে ৯টি উইকেট।