ౠ দারুণ ছন্দে রয়েছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। দুর্দান্ত ফর্মে রয়েছে দলের একাধিক ক্রিকেটাররাও। ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজে ভালো পারফর্ম করে এই মুহূর্তে মহিলা ক্রিকেটে নিজেদের দাপট তারা অব্যাহত রেখেছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট ও একদিনের সিরিজে সকল সদস্যের খেলা ছিল দেখার মতো। সবারই মনোবল এই মুহূর্তে তুঙ্গে পৌঁছে গিয়েছে। পাশাপাশি দলের সমর্থকদের প্রত্যাশাও অনেক ক্রিকেটারদের থেকে।
𓄧তবে এবার অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের সামনে রয়েছে নতুন চ্যালেঞ্জ। আগামী মাসে অর্থাৎ মার্চে তারা মুখোমুখি হবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। খেলা হবে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি২০ ম্যাচ। ২১ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে খেলা হবে তিনটি একদিনের ম্যাচ। অন্যদিকে তিনটি ম্যাচের টি২০ সিরিজ হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। এই সিরিজের আসর বসবে ঢাকায়। ইতিমধ্যেই, একদিনের সিরিজের জন্য অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল সদস্যদের নাম ঘোষণা করে দিয়েছে। এই নিয়ে প্রথমবার বাংলাদেশের মাটিতে খেলবে তারা।
𝄹সিরিজের সুচি প্রকাশ্যে আসতেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আলাদা মাত্রায় পৌঁছে গিয়েছে। সকলেই মুখিয়ে রয়েছে নিজেদের প্রিয় তারকাকে ২২ গজে পারফর্ম করতে দেখার জন্য। একাংশ দাবি করেছেন এই সিরিজ পুরোপুরি নিজেদের দখলে নেবে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। আবার আরেকাংশের দাবি যে এক ইঞ্চি জমিও ছাড়বেনা বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সব মিলিয়ে, সিরিজ যে জমজমাট হবে তা কার্যত স্পষ্ট। ম্যাচ যে যেকোনো মুহূর্তে যেকোন দলের পক্ষে যেতে পারে, তা বোঝাই যাচ্ছে।
এবার জেনে নেওয়া যাক কবে হবে একদিনের ম্যাচগুলি?
ওপ্রথম ম্যাচটি খেলা হবে মার্চ মাসের ২১ তারিখে, দ্বিতীয়টি ২৪ তারিখে এবং তৃতীয়টি ২৭ তারিখে।
টি২০ ম্যাচগুলি কবে হবে?
ღপ্রথম ম্যাচটি খেলা হবে মার্চ মাসের ৩১ তারিখে, দ্বিতীয়টি এপ্রিল মাসের ২ তারিখে এবং তৃতীয়টি ৪ তারিখে।
একনজরে একদিনের ম্যাচগুলির জন্য অস্ট্রেলিয়া মহিলা দলের সদস্যরা:-
ဣফোব লিচফিল্ড, অ্যাশলে গার্ডনার, তাহিলা ম্যাকগ্রা, এলিস পেরি, সোফি মলিনকস, সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহ্যাম, অ্যালিসা হিলি (অধিনায়ক), বেথ মুনি, ব্রাউন, কিম গার্থ, অ্যালানা কিং, মেগান শুট, তাইলা ব্লেমিনক।