শুভব্রত মুখার্জি:- শুরু হয়েছে প্রথম বর্ষ দিল্লি প্রিমিয়র লিগ। ভারতীয় দলের হয়ে খেলা একাধিক তারকা তো খেলছেন ডিপিএলে পাশাপাশি আইপিএলে খেলা জনপ্রিয় তারকাদেরও দেখা যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি লিগে। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের হয়ে খেলা আয়ুষ বাদোনি ডিপিএলে খেলছেন দক্ষিণ দিল্লি সুপারস্টার্সের হয়ে। সেখানেই শনিবার তিনি ব্যাট হাতে একেবারে ধুন্ধুমার কান্ড ঘটিয়ে ফেলেছেন।মারকাটারি ইনিংস উপহার দিয়েছেন তিনি। মাত্র ৫৫ বল খেলে করেছেন ১৬৫ রান। আর তাঁর ইনিংসে ভর করেই নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ দিল্লি সুপারস্টার্স পেরিয়ে গিয়েছে তিনশ ꦅরানের গন্ডিও। করেছে ৩০৮ রান।
আরও পড়ুন-প্যারালিম্পিক্সে🃏 ভারতের ঝুলিতে এল পঞ্চম পদক! শ্যু🐬টিংয়ে চতুর্থ পদক…ব্রোঞ্জ জিতলেন রুবিনা
ম্যা🍰চে টসে জেতে দক্ষিণ দিল্লি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা। ওপেনার সার্থক রায় মাত্র ১১ বলে ১১ রান করে আউট হয়ে যান। এরপরেই বদলে যায় চিত্রটা। মাঠে যেন বাউন্ডারি , ওভার বাউন্ডারির সুনামি দেখা যায়। রান বন্যা দেখা যায় দক্ষিণ দিল্লির ব্যাটারদের ব্যাটে। প্রথম বর্ষ দিল্লি প্রিমিয়র লিগের ২৩ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ দিল্লি সুপারস্টার্স এবং উত্তর দিল্লি স্ট্রাইকার্স। দ𝕴ক্ষিণ দিল্লি তাদের নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে করে ৩০৮ রান। তাদেরকে ব্যাট হাতে কার্যত পথ দেখান তাদের অধিনায়ক আয়ুষ বাদোনি। তিনি ব্যাট হাতে রীতিমতো তান্ডব দেখান।প্রথম বল থেকেই তিনি একেবারে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছিলেন অধিনায়ক আয়ুষ বাদোনি। বিপক্ষ বোলারদের রীতিমতো কাল ঘাম ছুটিয়ে দেন তিনি।
আরও পড়𒅌ুন-টাইব্রেকারে মোহনবা😼গানকে হারিয়ে চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড
প্রিয়ানশ আর্য এবং আয়ুষ বাদোনি জুটি বেঁধে এদিন উত্তর দিল্লির বোলারদের বেদম পিটুনি দেন। এক ওভারে ছটি ছয় মারার নজির গড়েন প্রিয়ানশ আর্য। দুজনে মিলে জুটিতে তোলেন ২৮৬ রান। যে কোন ধরনের টি-২০ (আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি) ক্রিকেটে এর আগে সর্বাধিক রানের জুটির নজির ছিল জাপানের ইয়ামোতো লেক এবং কাডোয়াকি ফ্লেমিংয়ের। তারা প্রথম উইকেটে চিনের বিরুদ্ধে যোগ করেছিলেন ২ℱ৫৮ রান। এই ঘটনা ঘটেছিল ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে। এবার সেই নজির ভেঙে দিয়েছে বাদোনি এবং আর্য জুটি। তবে এই রেকর্ডটি আন অফিসিয়াল রেকর্ড। কারণ ডিপিএলের অফিসিয়াল টি-২০ তকমা নেই। প্রিয়ানশ এদিন ৫০ বলে করেন ১২০ রান।
আরও পড়ুন-‘জীবনের সব থেকে খারাপ টেনিস খেলেছি’, ইউএস ওপেন থেকে বিদায়ের পর আক্ষেপ 🃏জকোভিচের…