শুভব্রত মুখার্জি: টি-২০ ফর্ম্যাটের ক্রিকেট মূলত ব্যাটার নির্ভর ক্রিকেট। গোটা ক্রিকেট বিশ্বের সর্বত্র এই ফর্ম্যাটে ২২ গজ বানানো হয় ব্যাটারদেরক🐲ে কিছুটা সুবিধা দিতেই। এই ফর্ম্যাটে বোলারদের জন্য ২২ গজে সুবিধা কিছুটা হলেও কম থাকে। সেখানে নিজেদের নির্ধারিত চার ওভার কোটায় ওভার প্রতি ছয় রান বা তার নিচে রান দেওয়াই বিরাট ব্যা♉পার।
সেখানে দাঁড়িয়ে যদি নিজের চার ওভার বল করে চারটিই মেডেন নিয়ে ইতিহাস তৈরি করেছেন আয়ুষ শুক্লা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়লেন হংকংয়ের এই ভারতীয় বংশো♚দ্ভুত বোলার। হংকংয়ের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলার সময়ে এই নজির গড়েছেন আয়ুষ। আন্ত⛦র্জাতিক টি-২০ ক্রিকেটে এর আগে আর মাত্র দুইজন বোলার এই নজির গড়েছিলেন। আয়ুষ তাঁর নির্ধারিত চার ওভারের চারটিই মেডেন ওভার করতে সক্ষম হন।
বয়স মাত্র ২১ বছর। এই অল্প বয়সেই হংকংয়ের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে খেলছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এর আগে মাত্র দুইজဣন বোলার এই নজির গড়েছিলেন। তবে এশিয়ার কোনও বোলারের এই নজির ছিল না। প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন আয়ুষ শুক্লা।
আইসিসির পুরুষদের টি-২০ বিশ্বকাপ এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচে হংকং মুখোমুখি হয়েছিল মঙ্গোলিয়ার । সেই ম্যাচেই এই নজির গড়েছেন তিনি। চার ওভার বোল করে চারটিই মেডেন ওভার নিয়েছেন তিনি। নিয়েছেন একটি উইকেটও। এꦛদিনের ম্যাচে হংকংয়ের হয়ে বোলিং শুরু করেন আয়ুষ শুক্লা। তিনি একই স্পেলে চার ওভার বল করেন। চারটিই মেডেন দিয়েছেন আয়ুষ। দিয়ে নয়া নজির সৃষ্টি করেছেন তিনি।
প্রথম ওভারে তিনি মেডেন ওভার করেন। পাশাপ♒াশি তিনি নিয়েছেন একটি উইকেটও। আউট করেন মঙ্গোলিয়ার ব্যাটার ব্যাট ইয়ালালাল্ট নামসরাইকে। এরপর তিনি পরপর ১৮টি ডট বল করেছেন। ফলে মঙ্গোলিয়ার ব্যাটারদের উপর তিনি সবসময়েই আলাদা ꦑচাপ তৈরি করেছিলেন।
আয়ুষ শুক্লার আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই নজির ছিল আღর দুইজন বোলারের। প্রথম ক্রিকেটার হিসেবে পরপর চার ওভার মেডেন করার নজির গড়েছিলেܫন কানাডার সাদ বিন জাফর। পরবর্তীতে এই নজির গড়েছিলেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন।
২০২১ সালে পানামার বিরুদ্ধে এই নজির গড়েছিলেন কানাডার সাদ বিন জাফর। তিনি ৪ ওভার বল করে চারটি মেড🅺েন দিয়ে নিয়েছিলেন দুটি উইকেট। চলতি বছরের টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে এই নজির স্পর্শ করেন লকি ফার্গুসন। তিনি পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে চার ওভার বল করে চারটি মেডেন নেন। তুলে নেন তিনটি উইকেট। এরপর তৃতীয় ব্যক্তি হিসেবে এবং প্রথম এশিয়ান ক্রিক♕েটার হিসেবে হংকংয়ের হয়ে এই নজির গড়েছেন আয়ুষ। মঙ্গোলিয়াকে ১৭ রানে অলআউট করে দেয় হংকং।