সিরিজের প্রথম টি-২০ ম্যাচে বড়সড় ইনি🗹ংস গড়েও আয়ারল্যান্ডের কাছে হারের মুখ দেখতে হয় পাকিস্তানকে। তবে পরের ২টি ম্যাচে রান তাড়া করতে নেমে দাপুটে জয় তুলে নেয় পাকিস্তান। সেই সুবাদে টি-২০ বিশ্বকাপের আগে আইরিশদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেন বাবর আজমরা।
পাকিস্তানের সিরিজ জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন মহম্মদ রিজওয়ান। তিনি রান তাড়া করে পাকিস্তানের ২টি জয়েই দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন। বাবর আজমও প্রথম ম্যাচের পরে সিরিজ๊ের তৃতীয় টি-২০ ম্যাচে ব্যক্তিগত অর্ধশতরাꦛনের গণ্ডি টপকান। তবে প্রথম ম্যাচে তাঁর স্লো ব্যাটিং দলের হারের অন্যতম কারণ। বল হাতে নজর কাড়েন শাহিন আফ্রিদি।
ডাবলিনে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন লরকান টাকার। তিনি পরপর ২টি ম্যাচে ব্যক্তিগত অর্ধশতরানꦓের গণ্ডি টপকান। এদিন ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৭৩ রান করে আউট হন টাকার।
২৬ বলে ৩৫ রান করেন অ্যান্ডি বলবির্নি। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ২০ বলে ৩০ র𓄧ান করে অপরাজিত থাকেন হ্যারি টেক্টর। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। শেষ বেলায় ৬ বলে ১০ রানের যোগ💛দান রাখেন গ্রাহাম হিউম। আয়ারল্যান্ডের আর কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
পাকিস্তানের হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন শাহিন আফ্রিদি। ৪ ওভারে ৪৩ রান খরচ করে ২টি উইকেট নেন আব🐻্বাস আফ্রিদি। ৪ ওভারে ৩২ রান খরচ করে ১টি উইকেট নেন মহম্মদ আমির🐲। ৩ ওভারে ২৩ রান খরচ করে ১টি উইকেট দখল করেন ইমদ ওয়াসিম।
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ১৭ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮১ রান 🐼তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১৮ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। বাবর আজম ৪২ বলে ৭৫ রানের অধিনায়ক🌃োচিত ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তিনি ৬টি চার ও ৫টি ছক্কা মারেন। রিজওয়ান ৩৮ বলে ৫৬ রান করেন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন।
এছাড়া ১১ বলে ১৪ রান করꦗেন সইম আয়ুব। ৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন আজম খান। আয়ারল্যান্ডের মার্ক আডায়ার ৪ ওভারে ২৮ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হন শাহিন আফ্রিদি।