চট্টগ্রামে টেস্ট ম্যাচ চলছে নাকি মিমারদের কনটেন্ট ‘উপহার’ দেওয়ার প্𝓰রদর্শনী চলছে- তো বোঝা দায় হয়ে উঠেছে। কখনও ব্যাটের মাঝখানে বল লাগলে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেওয়া হচ্ছে, আবার কখনও তিনজন মিলে একটা ক্যাচ ধরতে গিয়ে নাস্তানাবুদ হচ্ছেন। আর সোমবার যে ঘটনাটা ঘটল, সেটাও বাঁধিয়ে রাখার মতো হল। কারণ একটা বলের পিছনে বাংলাদেশের পাঁচজন ফিল্ডার দৌড়ালেন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বাংলাদেশের সেই কীর্তি দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। কেউ-কেউ তো বলতে শুরু করেছেন, এই দৃশ্য দেখে তো ২০০১ সালের বলিউড সিনেমা ‘লগান’-র কথা মনে পড়ে যাচ্ছে।
ঠিক কী হয়েছে চট্টগ্রামে?
সোমবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং করছিল শ্রীলঙ্কা। ২১ তম ওভারের দ্বিতীয় বলে সেই ঘটনা ঘটে। অফস্টাম্পের বাইরে লেংথ বল করেন বাংলাদেশের পেসার হাসান মেহমুদ। স্লিপের পাস দিয়ে বলটা ঠেলে দেন শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য। আর সেই বলটা ধরতে দৌড়ান স্লিপ কর্ডনে থাকা প্রত্যেক ফিল্ডার। সবমিলিয়ে পাঁচজন বলটার পিছনে ছুটতে থাকেন। শেষপর্যন্ত ডাইভ দিয়ে বলটা বাউন্ডারির আগেই ধরে ফেলেন মোমিনুল হক। বলটা ছুড়ে দেন মাহমুদুল হাসান জয়ের দ𝐆িকে। তিনি বলটা ফেরত পাঠান বাংলাদেশের উইকেটকিপার ল🌄িটন দাসের কাছে। দু'রান নেয় শ্রীলঙ্কা।
আর সেই দৃশ্য সো⛄শ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেন, ‘এই টেস্ট ম্যাচটায় প্রতিদিন বিনোদনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।’ চরম হাসিতে ফেটে পড়ার স্মাইলি দিয়ে অপর এক নেটিজেন বলেন, ‘বাউন্ডারি যাতে না হয়, সেজন্য বাংলাদেশের পাঁচজন ফিল্ডার দৌড়াচ্ছেন।’ শুধু তাই নয়, সরকারি সম্প্রচারকারী সংস্থা ফ্যানকোডের তরফেও বিষয়টি নিয়ে মজা করা হয়। সেই ফিল্ডিংয়ের ভিডয়ো পোস্ট করে ফ্যানকোডের 💎তরফে বলা হয়েছে, 'বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমা নয়, সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বাস্তব জীবনে এরকম ঘটনা ঘটল।'
সেই হাসি-মজার মধ্যে কয়েকজনের অবশ্য বক্তব্য যে আসলে শ্রীলঙ্ক🅘ার দ্বিতীয় ইনিংসে ধস নামায় তখন ফুটছিল বাংলাদেশ। সেজন্য একটা বলের পিছনে পাঁচজন ফিল্ডার দৌড়াতে থাকেন। যদিও শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ধস নামার পরও চট্টগ্রাম টেস্টে শোচনীয় অবস্থা বাংলাদেশের। শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাবে প্রথম ইনিংসে ১৭৮ রানেই গুটিয়ে যান শাকিব আল হাসানরা। জবাবে দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছয় উইকেটে ১০২ রান। আপাতত ৪৫৫ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।