সিরিজের প্রথম চারটি ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সিকন্দর রাজা। ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিতে না পারায় চারটি ম্যাচেই হারের মুখ দেখতে হয় জিম্বাবোয়েকে। তবে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথꦅা শেষ টি-২০ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরেন সিকন্দর। ক্যাপ্টেন যেদিন রাজার মতো খেলেন, জিম্বাবোয়েকে অন্য মেজাজে দেখা যায়। স্বাভাবিকভাবেই বাংলাদেশকে তাদের ঘরের মাঠে হারিয়ে সিরিজ শেষ করল জিম্বাবোয়ে।
মীরপুরে টস জিতে হোম টিম বাংলাদেশকে শুরুতে ব্যাট করতে পাঠায় জিম্বাবোয়ে। বাংলাদেশ কোনও রকমে দেড়শো রানের গণ্ডি টপকে রণে ভঙ্গ দেয়। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে। টি-২০ ক্রিকেটের๊ মেজাজে না হলেও লড়াকু হাফ-সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫৪ রান করে🦹 সাজঘরে ফেরেন।
এছাড়া ২৮ বলে ৩৬ রান করেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। শাকিব আল হাসান ১৭ বলে ২১ রানের গড়পড়তা ইনিংস খেলে আউট হন। তিনি ১টি ছক্কা মারেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ২৪ রানের আগ্রাসী ইনিংস খেলে অ🥃পরাজিত থাকেন জাকের আলি।
৪ বলে ৬ রান করে নট-আউট থাকেন মহম্মদ সইফুদ্দিন। তানজিদ হাসান ২, সৌম্য সরকার ৭ ও তৌহিদ হৃদয় ১ রান করে মাঠ ছাড়েন। ⛦জিম্বাবোয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ও ব্রায়ান বে🗹নেট ২টি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা ও লিউক জংউই। সিকন্দর রাজা উইকেট না পেলেও ৪ ওভারে মোটে ২৬ রান খরচ করেন।
পালটা ব্যাট করতে নেমে জিম্বা🐻বোয়ে ১৮.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জꦅিতে ৫ ম্যাচের সিরিজে ব্যবধান কমিয়ে ৪-১ করে জিম্বাবোয়ে। জয়ের সুখস্মৃতি নিয়ে টি-২০ সিরিজ শেষ করেন সিকন্দর রাজারা।
সিকন্দর এদিন অধিনায়কোচিত হাফ-সেঞ্🐽চুরি করেন। তিনি ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার ব্রা♔য়ান বেনেট ৪৯ বলে ৭০ রান করে আউট হন। তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মারেন। ১ রান করে মাঠ ছাড়েন মারুমানি। ৯ বলে ৮ রান করে নট-আউট থাকেন ক্যাম্পবেল।
বাংলাদেশের হয়ে শাকিব আল হাসান ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। ৪ ওভারে ৫৫ রান খরচ করে ১টি উইকেট নেন মহম্মদ সইফুদ্দিন। ৭০ রান করার পাশাপাশি ২টি উইকেট নেওয়া ব্রায়ান ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। সাকুল্যে ৮টি উইকেট নিয়ে সিরিඣজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তাসকিন আহমেদ।