একটা রান-আউট নিয়ে বাংলাদেশ-জিম্বাবোয়ে ম্যাচে যা হল, তা পাড়ার ম্যাচে হলেও চূড়ান্ত হাসাহাসি পড়ে যেত। স্বভাবতই একটা আন্তর্জাতিক ম্যাচে সেরকম ঘটনা ঘটায় হাসি থামাতে পারলেন না নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সেই ভিডিয়ো। নেটিজেনরা বলতে শুরু করেছেন, ‘এটা কী দেখলাম ভাই? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।’ কেউ-কেউ তো আবার প্রশ্ন তুলেছেন যে এটা ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা নয় তো? নাহলে এরকম হাস্যকরভাবে কোনও দল আন্তর্জাতিক ক্রিকেটে রান-আউটের সুযোগ ফস্কে দিতে পা🎃রে? তাও একবার নয়, দু-দু'বার।
কিন্তু এমন কী হয়েছিল রান-আউটের সময়, যা নিয়ে এত হাসাহাসি হচ্ছে?
শুক্রবার মীরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসের ২০ তম ওভারের দ্বিতীয় বলে সেই ঘটনা ঘটেছে। ব্লেসিং মুজারাবানির শর্ট লেংথের বলটা অফসাইডে ঠেলে এক রান নিতে দৌড়ান তনভির ইসলাম। কিন্তু তনভির এবং মুস্তাফিজুর রহমানের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। তার ফলে এমন পরিস্থিতি তৈরি হয়, যে কোনও দিকেই ডিরেক্ট হিট হলে অল-আউট হয়ে যেত বাংলাদেশ। সেজন্য দৌড়ে গিয়ে স্ট্রাইকার এন্ডের ꦗদিকে বলটা ছোড়েন মুজারাবানি। কিন্তু স্টাম্পে লাগেনি। ওভার থ্রো হয়ে যায়।
সেটা দেখেই দ্বিতীয় রান নিতে দৌড়ান তনভির। কিন্তু কোনও একটাꦫ ঘোরে ছিলেন মুস্তাফিজুর। তনভির যতক্ষণে প্রায় স্ট্রাইকার এন্ডে পৌঁছে গিয়েছেন, তখন সবে ক্রিজ ছেড়ে বেরিয়েছেন বাংলাদেশের তারকা বোলার। সেই পরিস্থিতিতে নন-স্ট্রাইকার এন্ডের দিকে থ্রো'টা আসে। তখন কার্যত হালই ছেড়ে দিয়েছিলেন মুস্তাফিজুর। কিন্তু নন-স্ট্রাইকার এন্ডে স্টাম্পের একদম কাছেই দাঁড়িয়ে থাকা জোনা✨থন ক্যাম্পবেল বলটা ধরতে পারেননি। বলটা নিয়ে তাঁর কীর্তি দেখে ফের দৌড়াতে থাকেন মুস্তাফিজুর।
সেই পরিস্থিতিতে চাপে পড়ে গিয়ে তাড়াহুড়ো করতে থাকেন ক্যাম্পবেল।🍷 চাপের মধ্যে পুরোপুরি খেই হারিয়ে ফেলেন। নিজের হাতে স্টাম্পে বলটা মারার সুযোগ ছিল। তাহলেও আউট হয়ে যেতেন মুস্তাফিজুর। কিন্তু সেটা না করে স্টাম্পের একটু আগে থেকে বলটা স্টাম্পের দিকে ছুড়ে দেন জিম্বাবোয়ের ক্রিকেটার। আর বলটা স্টাম্পে লাগেনি। ক্রিজে ঢুকে যান মুস্তাফিজুর। দু'রান পেয়ে যায় বাংলাদেশ। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সেই রান-আউট ফস্কানোয় বাড়তি কত রান যোগ করে বাংলাদেশ?
জিম্বাবোয়ের🎀 সেই হাস্যকর কীর্তির জেরে বাংলাদেশের স্কোরকার্ডে আরও তিন রান যুক্ত হয় - অতিরিক্ত এক রান (যেটা রান-আউট হওয়ার কথা ছিল), একটা রান নেন তনভির এবং একটি ওয়াইড।๊ আর শেষপর্যন্ত চতুর্থ টি-টোয়েন্টিতে পাঁচ রানে বাংলাদেশের কাছে হেরে গিয়েছে জিম্বাবোয়ে।