পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডির মাটিতে সিরিজের দ্বিতীয় টেস্টে জিতেছে বাংলাদেশ। এই ম্যাচটি ৬ উইকেটে জিতেছে শান্তরা। তার আগে প্রথম টেস্টে বাংলাদেশ জয় পেয়েছিল ১০ উইকেটে। অ্যাওয়ে ম্যাচেতে এটি বাংলাদেশের তৃতীয়বার টেস্ট সিরিজ জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। সিরিজ জয়ের পরে নিজেদের সাজঘরে সকলকে একটি গান গাইতে শোা গেল। সকলে মিলে ‘আমরা করবো জয়’ ꩵগানে গলা মেলালেন।
আরও পড়ুন… ভিডিয়ো: আমার অভ্যাস হয়েগিয়েছে- স꧟♛কলের সামনে রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়কে ট্রোল করলেন মহম্মদ শামি
আসলে বাংলাদেশ ক্রিকেট দল যে কোন ফর্ম্যাটে সিরিজ জয় কিংবা ম্যাচ জয়ের পর ড্রেসিং রুমে খেলোয়াড়দের একত্রে হয়ে একটি গান গাইতে শোনা যায়। যে গানে গলা মেলান দলের খেলোয়াড় থেকে কোচিং স্টাফ সকলেই। এই গানটি হল- ‘আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন’ পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের পরও বাংলাদেশ দল ড্রেসিং রুমে গানটি গেয়েছেন। এবার গানের লাইনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মিরাজ, লিটন, রানা ও হাসানের নাম। গানের শেষে সকলে বলেন, ‘থ্রি চিয়ার্স ফর মিরাজ-লিটন-রানা-হাসান।’ মিরাজ হয়েছেন সিরিজের সেরা। লিটন দ্বিতীয় টেস্টের ম্যাচ সেরা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা নিয়েছেন ৪ উইকেট। ৫ উইকেট নিয়েছেন হাসান মাহমুꩵদ।
আরও পড়ুন… মান✤সিক ভাবে অসুস্থ আমার বাবা- কপিলকে নিয়ে যোগরা��জের মন্তব্যের পরেই ভাইরাল যুবরাজ সিং-এর সাক্ষাৎকার
বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের মাঠের বাইরে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদটা পেয়েছিল ২০০৯ সালে। ক্যারিবিয়ান মাটিতে সেই জয় পেয়েছিল বাংলাদেশ। ২ ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-০ তে। তবে ওয়েস্ট ইন্ডিজের সেই দলে তখন ওয়েস্𒀰ট ইন্ডিজের প্রথম 𝓡সারির অনেক ক্রিকেটারই ছিলেন না। এরপর ২০২১ সালে জিম্বাবোয়ের মাটিতে এক ম্যাচের সিরিজ ছিল। বাংলাদেশ জিতেছিল সেই ম্যাচ।
তৃতীয়বারের মতো দেশের বাইরে সাফল্য এল 𝔉পাকিস্তানের মাটিতে। এবার দুটি টেস্ট জয়ই অন্য সব জয়ের চেয়ে আলাদা। প্রথম টেস্ট ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ৬ উইকেট হারিয়েছিল ২৬ রানে। সেখান থেকে মিরাজ-লিটনের উপর ভর করে ২৬২ করে বাংলাদেশ। ১২ রানে পিছিয়ে থাকার পর পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট করে ১৭২ রানে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেটের সবগুলো তুলে নেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ নেন ৫টি, নাহিদ রানা ৪ এবং তাসকিন নেন ১ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে শুরুটা দ❀ারুণ করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তোলে ৫৮ রান। দলীয় ১৫৩ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। তবে বাকি কাজটি শেষ করেন শাকিব-মুশফিক জুটি।
নিজেদের মাঠে বাংলাদেশ টেস্ট সিরিজ জি♌তেছে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ বার, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও আয়ারল্♔যান্ডের বিরুদ্ধে ১ বার করে। এর মধ্যে আফগানিস্তান ও আইরিশদের বিরুদ্ধে ছিল এক ম্যাচের সিরিজ। জিম্বাবোয়ের বিরুদ্ধেও একটি সিরিজ ছিল এক ম্যাচের। তাই প্রতিপক্ষ, ভেন্যু এবং ম্যাচের পরিস্থিতি বিবেচনায় বলাই যায় যে টেস্টে বাংলাদেশের সেরা সিরিজ জয়টি পাকিস্তানের বিরুদ্ধেই পেল বাংলাদেশ ক্রিকেট দল। আর এর পরে সকলে মিলে গাইলেন ‘আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন’।