শুভব্রত মুখার্জি:- ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে অন্যতম প্রতিভাবান দুই তারকা হলেন ইশান কিষান এবং শ্রেয়স আইয়ার। দীর্ঘদিন ধরে তারা জাতীয় দলের হয়ে খেলেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের বাদ পড়তে হয়েছে দল থেকে। গত ওডিআই বিশ্বকাপে ফাইনালে যে ভারতীয় দল খেলেছিল তার গুরুত্বপূর্ণ অঙ্গ ছিলেন শ্রেয়স আইয়ার, ইশান কিষানরা। এরপর শ্রেয়স আইয়ার পিঠের চোটের জন্য দল থেকে বাদ পরেন। চোট সারলেও ফর্ম🥀ে না থাকায় ফের বন্ধ হয় জাতীয় দলের দরজা। অন্যদিকে ইশান কিষান মানসিক ক্লান্তির অজুহাত দেখিয়ে দল থেকে বিশ্রাম নেন।
আরও পড়ুন… T20 World Cup 2024-এর আগে রোহিতদের ಞসতর্ক কর⛦লেন রায়না, হার্দিকের ফর্ম নিয়েও মুখ খুললেন
তবে এরপর বিভিন্ন পার্টিতে তাঁর উপস্থিতি এবং বিসিসিআইয়ের কথা না মেনে রঞ্জি ট্রফিতে না খেলার ফলে বিসিসিআই কর্তাদের বিরাগভাজন হন তিনি। তবে এই দুই প্রতিভাবান ক্রিকেটারের প্রতি যে বিসিসিআই নজর রেখেছে এবং তারা যে ফের জাত🎶ীয় দলে ফিরতে পারেন তার একটা ইঙ্গিত সম্প্রতি পাওয়া গেল বিসিসিআইয়ের বিভিন্ন কার্যকলাপে। এনসিএ অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে বিসিসিআইয়ের যে হাই পারফরম্যান্স মনিটরিং প্রোগ্রাম চলে সেই প্রোগ্রামের আওতায় আনা হল এই দুই ক্রিকেটারকে।
আরও পড়ুন… IPL 2024: MI ছাড়ছেন রোহিত শর্মা? ভক্তদের হার্টবিট বাড়িয়ে দিল হিটম্যানের পোস্ট, শুরু 𒐪জল্পনা
মোট ৩০ জন ক্রিকেটারকে বিসিসিআইয়ের তরফে এই তালিকায় রাখা হয়েছে।যার মধ্যে জায়গা হয়েছে এই দুই ক্রিকেটারের। অনেকেই বলছেন এই দুই ক্রিকেটারকে এই ভাবেই 'লাইফ লাইন' দিল বিসিসিআই। কারণ মাত্র দুই মাস আগেই অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচকদের সুপারিশে বিসিসিআইয়ের যে কেন্দ্রীয় চুক্তি হয়েছিল সেই চুক্তি থেকে বাদ পড়েছিলেন এই দুই ক্রিকেটার। তারপরেও তাদের এই হাই পারফরম্যান্স মনিটরিং প্রোগ্রামের আওতায় আনা পজিটিভ দিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ২০২৪-২৫ যে ঘরোয়া মরশুম হবে সেই মরশুমে এই দু🐈ই ক্রিকেটারের উপর থাকবে বিশেষ দৃষ্টি। ঘটনাচক্রে যে নির্বাচক প্যানেল কেন্দ্রীয় চুক্তি থেকে এই দুই ক্রিকেটারকে বাদ দিয়েছিল, আজ তারাই এদেরকে জায়গা দিল হাই পারফরম্যান্স মনিটরিং প্রোগ্রামে।
আরও পড়ুন… IPL 2024: শেষ গ্রুপ লিগ, প্লে অফ শুরুর আগে দেখে নেওয়া যাক কমলা ও বেগুনি টুপি♛র দৌড়ে কারা এগিয়ে
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ‘বিসিসিআই অথবা জাতীয় নির্বাচকমন্ডলীর কোনও প্রকার কোন রাগ বা ক্ষোভ আইয়ার বা ইশানের প্রতি নেই। তাদের ঘরোয়া ক্রিকেটের প্রতি মনোভাব বদলাতে হবে। তারা যদি সেটা করে এবং নিজের রাজ্যের (মুম্বই এবং ঝাড়খন্ড) হয়ে খেলেন আগামী মরশুমে তা🌄হলে একশ শতাংশ সম্ভাবনা রয়েছে যে তারা তাদের কেন্দ্রীয় চুক্তি ফিরে পাবে। জাতীয় দলেও তাদেরকে জায়গা দেওয়া হবে। এই সিদ্ধান্ত ওদের প্রতি একটা সিগন্যাল দেওয়া হল♚। ওদেরকে বোঝানো হল যে নির্বাচকদের রাডারে ওঁরা রয়েছে।’