পাঁচজন খেলোয়াড়কে রিটেন করতে ৭৫ কোটি টাকা খরচ পড়বে। আইপিএলের মেগা নিলামের আগে রিটেনশনের যে নিয়ম তৈরি করা হচ্ছে, তাতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র উদ্ধৃত করে ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার বেঙ্গালুরুতে আইপিএলের গভর্নিং কাউন্সিলে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে একট𒊎ি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়কে রিটেন করতে পারবেন। কোনও দল যদি পা♋ঁচজনকেই ধরে রাখতে চায়, তাহলে মেগা নিলামের আগেই ঝুলি থেকে ৭৫ কোটি টাকা খরচ করে ফেলতে হবে। সেইসঙ্গে এবারের আইপিএলের মেগা নিলামে ‘রাইট টু ম্যাচ’ (আরটিএম) কার্ডও থাকছে বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে।
রিটেনশনের ক্ষেত্রে কারা কত টাকা পাবেন?
এমনিতে গত কয়েকটি নিলামে না থাকলেও আরটিএম কার্ডের বিষয়টি নতুন নয়। আগেও আইপিএলের নিলামে ছিল। তবে বিসিসিআই সবথেকে বড় গুগলি দিয়েছে 🌠রিটেন করা খেলোয়াড়দের চুক্তির অর্থের ক্ষেত্রে। একাধিক রিপো🐬র্ট অনুযায়ী, তৃতীয় রিটেনশনের জন্য যত টাকা খরচ করতে হবে, তার থেকে বেশি অর্থ লাগবে চতুর্থ এবং পঞ্চম রিটেনশনের ক্ষেত্রে।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, প্রথম যে খেলোয়াড়কে রিটেন করা হবে, তাঁর জন্য ১৮ কোটি টাকা খরচ করতে হবে। দ্বিতীয় খেলোয়াড়ের জন্য লাগবে ১৪ কোটি টাকা। তৃতীয় খেলোয়াড়ের জন্য ১১ কোটি টাকা লাগবে। আবার চতুর্থ খেলোয়াড়দের জন্য খরচ করতে হবে ১৮ কোটি টাকা। আর পঞ্চম খেলোয়াড়ের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ করতে হবে। অর্থাৎ কোনও দল পাঁচজন♐কে রিটেন করতে চাইলে সবমিলিয়ে ৭৫ কোটি টাকা খরচ পড়বে।
কতজন ভারতীয়কে রিটেন করা যাবে?
একাধিক রিপোর্ট অনুযায়ী, এবার রিটেন করা খেলোয়াড়ের মধ্🍃যে কতজন ভারতীয় হবেন, ꧑কতজন বিদেশি হবেন, তা নিয়ে কোনও বিধিনিষেধ রাখেনি। অর্থাৎ কোনও দল চাইলে পাঁচজন ভারতীয়কে রিটেন পারে। আবার পাঁচজন বিদেশিও ধরে রাখতে পারে কোনও দল। আগে রিটেশনের ক্ষেত্রে সেই বিধিনিষেধ ছিল। এবার সেটা তুলে দেওয়া হচ্ছে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।
৫ জনকেই রিটেন করলে নিলামে কত টাকা থাকবে?
আর সেই পরিস্থিতিতে স্বভাবতই প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে আরও বেশি টাকা রাখার অনুমতি দেওয়া হচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, এবার প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে মোট ১২০ কোটি টাকা থাকবে। আর সেই হিসেবে যদি কো💙নও ফ্র্যাঞ্চাইজি পাঁচজনকেই রিটেন করে, তাহলে ৪৫ কোটি টাকা নিয়ে মেগা নিলামে নামতে হবে।
RTM কার্ডের মাধ্যমে কতজনকে ফেরানো যাবে?
রিপোর্ট অনুযায়ী, যদি কোনও দল মেগা নিলামের আগে পাঁচজনকে রিটেন করে, তাহলে একজনের ক্ষেত্রে আরটিএম কার্ড ব্যবহার কর♊তে পারবে। যদি কোনও দল তিনজন খেলোয়াড়কে রিটেন করে, তাহল মেগা নিলামে আরটিএমের মাধ্যমে তিনজনকে ফেরাতে পারবে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন: নেই রুতুরাজ, কিষান, বাংলাদেশের বিরুদ্ধে T20I সিরিজের দলে ঢুকলেন মায়াঙ্ক, নীতী💝শ, ফিরলেন বরুণ