শুভব্রত মুখার্জি:- বেন সꦕ্টোকসের অধিনায়কত্বে একেবারে চেহারা বদলে গিয়েছে ইংল্যান্ডের সিনিয়র পুরুষ টেস্ট দলের। তাঁদের নয়া ব্র্যান্ড অফ ক্রিকেট যা ব্যাজবল নামে পরিচিতি পেয়েছে তাঁর অন্যতম জনক স্টোকস। জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর লক্ষ্য অবশ্যই ঐতিহ্যবাহী অ্যাসেজ সিরিজ জয়। আর সেই কারণেই কি আগেভাগেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলেই অবসরে যাচ্ছেন কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন? বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন স্টোকস।মুখ খুলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন অধিনায়ক হিসেবে তাঁর কি লক্ষ্য। আর সেই লক্ℱষ্যপূরণে তিনি কি কি পদক্ষেপ নিতে চলেছেন।
১০ জুলাই থেকে লর্ডসে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট। এই টেস্ট ম্যাচটি খেলেই অবসরে যাবেন কিংবদন্তি জেমস অ্যান্ডারসন। বিষয়টি নিয়ে বলতে গিয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন অস্ট্রেলিয়াতে অ্যাসেজ সিরিজ জয় তাঁদের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্যপূরণেই অর্থাৎ দলকে তার আগে নতুনভাবে তৈরি করতেই জেমস অ্যান্ডার⛦সনের এই অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫/২৬ সালে হবে এই অ্যাসেজ সিরিজ। যদিও এখন ও প্রায় দেড় বছর বাকি রয়েছে ঐই সিরিজের তবুও ইংল্যান্ডের লক্ষ্য তার আগে তাদের পেস বিভাগকে শক্তিশালী করে তোলা। তাই সময় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিজ্ঞতার পাশাপাশি যাতে পেসারদের এমন ফিটনেস থাকে যে তারা অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার ধকল নিতে পারে সেটাই লক্ষ্য ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের। আর তাই দুই দশকের টেস্ট কেরিয়ারে ইতি পড়তে চলেছে জেমস অ্যান্ডারসনের। ৪১ বছর বয়সী তারকা পেসার ক্যারিবিয়ানদে বিরুদ্ধে তাঁর কেরিয়ারের ১৮৮ তম টেস্ট ম্যাচ খেলেই অবসরে যাবেন। টেস্ট ইতিহাসে জেমস অ্যান্ডারসন একমাত্র পেসার যিনি ৭০০ টেস্ট উইকেট নেওয়ার নজির গড়েছেন।
সংবাদ সংস্থা এএফপিকে বেন স্টোকস জানিয়েছেন ‘ আমাদেরকে দেখতে হবে আগামী ১৮ মাসে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে কোথায় পৌঁছাতে পারি। আমরা এক জায়গায় থমকে♛ দাঁড়িয়ে পড়তে চাই না। আমি এই দলকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলতে চাই।কঠিন পরিস্থিতিতে পড়লে তারা কি করে সেটা দেখতে চাই। আর সেই কারণেই আমি এটা করতে চাই। আমার যতদূর মনে পড়ছে পাঁচ মাস হয়ে গিয়েছে আমরা শেষ টেস্ট ম্যাচ খেলেছি। ফলে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। কিভাবে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এখন সেই🎃 বিষয়টি নিয়ে আমি ভেবে ফেলেছি'।
স্টোক্স আরও বলেন, ' প্রায় দুই বছর হয়ে গেল আমি দলের অধিনায়ক রয়েছি। ফলে আমার কাছে এখন একটাই চিন্তা এই দলটার কিভাবে উন্নতি ঘটানো যায়। ফলে একটা সময় আসে যখন ব্যক্তিগত সম্পর্ক,বন্ধুত্ব এইসব দূরে সরিয়ে রাখতে হয়। তবে আমি কখনোই এটা বলব না যে আমি গোয়াড়। তবে একটা জিনিস আমি বলব আমি যে সিদ্ধান্ত নেব সেটা দলের হিতেই নেব। কারণ অধিনায়ক হিসেবে আমার একটা দায়িত্ব রয়েছে। জিমি( অ্যান্ডারসন) একজন অসাধারণ বোলার। এই বিষয়ে কোন সন্দেহ নেই যে ও এখন ও মাঠে নেমে ক্রিকেটটা খেলতে পারে।দেখতে পারে। আমরা বিষয়টি (জিমির অবসর) নিয়ে যখন ওঁর সঙ্গে কথা বলেছিলাম তখন ওঁকে দলকে নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাই। ও সেটা বুঝতে পেরেছে। আমাদের লক্ষ্য যাতে আগামী অ্যাসেজ জিততে পারি তাই তার আগে দলকে 🔯তৈরি হতে যথাযথ সময় দিতে হবে।’