সোমব🗹ার বে𓆉ঙ্গল প্রো টি-২০ লিগের প্লেয়ার ড্রাফট থেকে স্কোয়াড গড়ে নিল ৮টি দল। রাঢ় টাইগার্সে যোগ দিলেন শাহবাজ আহমেদ। আকাশ দীপকে দলে নেয় শিলিগুড়ি। মেদিনীপুরের স্কোয়াডে জায়গা পেলেন অভিমন্যু ইশ্বরন। অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারকে দলে নেয় হাওড়া। মনোজ তিওয়ারি যোগ দেন হারবার ডায়মন্ডসে। আইপিএল মাতানো অভিষেক পোড়েলকে দলে নেয় কলকাতা। ৮টি দলের পূর্ণাঙ্গ স্কোয়াডে চোখ রাখা যাক।
১. রাঢ় টাইগার্সের স্কোয়াড:-
শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামানিক, সুমন দাস, সৌরভ পাল, সন্দীপন দাস, অরিন্দম ঘোষ, সুমন্ত গুপ্ত, সাত্যকি দꦕত্ত, অর্ক সরকার, বিনীত মৌর্য্য, প্রিয়ম সরকার, অর্ণব নন্দী, অয়ন গুপ্ত, রবিকান্ত সিং, অক্ষয় রামানি, আশুতোষ কুমার (অনূর্ধ্ব-১৯) ও রোহিত প্রধান (অনূর্ধ্ব-১৯)।
স্যান্ড-বাই: আদিত্য রায়, আকাশ ঘটক, প্রিয়াংশু প্যাটেল, সুমিত ম✱োহান্ত, অভিরূপ গুপ্ত।
২. সার্ভো-টেক শিলিগুড়ি স্কোয়াড:-
আকাশ দীপ, ঋত্বিক রায়চৌধুরী, সুরজ জয়ওয়াল, বিকাশ সিং, অভিষেক রমন, রাজকুমার পাল, অঙ্কুর পাল, শান্তনু, দীপক কেসওয়ানি, ꦆতুহিন 𝕴বন্দ্যোপাধ্যায়, মহাদেব দত্ত, রাহুল গুপ্ত, রোহিত কুমার, আদিত্য সিং, ঋষভ বিবেক, বিশাল ভাটি (অনূর্ধ্ব-১৯) ও যুধাজিৎ গুহ (অনূর্ধ্ব-১৯)।
স্ট্যান্ড-বাই: আয়ুষ রায়, অꦑ🐷নিকেত বিশ্বাস, অরিক্ত দাস, সৈকত বন্দ্যোপাধ্যায়, সায়ন বিশ্বাস ও নিখিল সিং।
৩. রশ্মি মেদিনীপুর উইজার্ডস স্কোয়াড:-
অভিমন্যু ঈশ্বরন, ইশান পোড়েল, কৌশিক মাইতি, বিবেক সিং, বৈভব যাদব, সুদীপ চট্টোপাধ্যায়, দীপক কুমার, গৌরব সিং চৌহান, শ্রেয়ান চক্রবর্তী, অরিন রায়, রাহুল কুন্ডু, প্রিয়াংশু শ্রীবাস্তব, অনুভব ত্যাগী, সাহিত্য হাজরা, সোনু নারায়ণ, অর্জুন সিং (অনূর্ধ্ব-১৯) ও অভিꦜরূপ বিশ্বাস (অনূর্ধ্ব-১৯)।
স্ট্যান্ড-বাই: আয়✨ুষ ঘোষ, শিবাংশ চৌধুরী, আকাশ বিশ্বাস, আকাশ সꦑরকার ও দীপক মাহাতো।
৪. অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স স্কোয়াড:-
অনুষ্টুপ মজুমদার, শাকির হাবিব গান্ধী, সক্ষম চৌধুরী, অভিষেক দাস, প্রমোদ চাণ্ডিলা, সুজিত যাদব, কণিষ্ক শেঠ, আমির গনি, দেবপ্রতীম হালদার, সৌম্যদীপ মণ্ডল, আসিফ হোসেন, সক্ষম শর্মা, রাজু হালদার, পঙ্কজ শ, রাহুল প্রসাদ,🌳 অঙ্কুশ সুর (অনূর্ধ্ব-১৯) ও মহীপাল যাদব (অনূর্ধ্ব-১৯)।
স্ট্যান্ড-বাই: অগ্নিশ্বর দাস, হরসিমর সিং, এজাজ আহমেদ, নূরউদ্দিন মণ্ডল ও রাহুল🤡।
৫. লাক্স-শ্যাম কলকাতা রয়্যাল টাইগার্স স্কোয়াড:-
অভিষেক পোড়েল, করণ লাল, শ📖ুভম🦄 চট্টপাধ্যায়, সায়ন ঘোষ, আকাশ পান্ডে, সন্দীপ কুমার, বিশ্বজিৎ মিশ্র, অভিলিন ঘোষ, অবিনাশ কুমার, ওমপাল বোকেন, রণিত ঘোষ, স্নেহাশিস সাহা, সৌরভ শ্রীবাস্তব, অনিক নন্দী, সঞ্জীব গোস্বামী, মায়াঙ্ক ঝা (অনূর্ধ্ব-১৯) ও শুভঙ্কর দে (অনূর্ধ্ব-১৯)।
স্ট্যান্ড-বাই: আয়ুষ সাহাই, সায়ন মুখোপাধ্যায়, অনন্ত সাহা, অভিজিৎ ♊মাল ও অরুণ চৌরাশিয়া।
৬. হারবার ডায়মন্ডস স্কোয়াড:-
মনোজ তিওয়ারি, মহম্মদ কাইফ, প্রয়াস রায় বর্মন, শুভঙ্কর বল, আমন সিং, অনুরাগ তিওয়ারি, সায়ন শেখর মণ্ডল, শুভম সরকার, পূনিশ মেহতা, অভিজিৎ ভগত, কৌশিক গিরি, বাদল সিং, দেবব্রত দাস, শশাঙ্ক সিং, অরিত্র চট্টোপাধ্যায়, চন্দ্রহাস দ💎াস (অনূর্ধ্ব-১৯) ও বিবেক সিং (অনূর্ধ্ব-১৯)।
স্ট্যান্ড-বাই: শুভঙ্কর পুরকায়স্ত, বালকে♉শ যাদব♑, অভিষেক বোস, প্রীতম চক্রবর্তী ও ফহিম নাজ।
৭. মুর্শিদাবাদ কিংস স্কোয়াড:-
সুদীপ ঘরামি, অগ্নিভ পান, রবি কুমার, তৌফিকউদ্দিন মণ্ডল, আদিত্য পুরোহিত, নীতীন বর্মা, বিকাশ সিং, অভিজিৎ সিং, কৌশিক ঘোষ, দিলশাদ খান, তন্ময় প্রামানিক, সুপ্রদীপ দেবনাথ, শুভম দে, সমীক কর൩্মকার, সায়েদ ইরফান আফতাব, জিৎ ঠাকুর (অনূর্ধ্ব-১৯) ও অনিকেত চট্টোপাধ্যায় (ౠঅনূর্ধ্ব-১৯)।
স্ট্যান্ড-বꦦাই: দেবার্ঘ্য রক্ষিত, সচিন যাদব, সুখমিত সিং, ঋষভ চৌধুরী ও আকাশ শুক্লা।
আরও পড়ুন:- KKR History In IPL Playoffs: এই নিয়ে ৮ বার প্লে-অফে কলকাত🔯া, দেখুন আগের ৭ বার কী ঘটেছিল
৮. সবিসকো স্ম্য়াশার্স মালদা স্কোয়াড:-
মুকেশ কুমার, রণজ্যোৎ সিং খাইর♊া, গ𝕴ীত পুরি, কাইফ আহমেদ, ঋত্ত্বিক চট্টপাধ্যায়, রমেশ প্রসাদ, সৌরভ সিং, জয়জিৎ বসু, গীতিময় বসু, অয়ন ভট্টাচার্য, আনমোল প্রসাদ, অখিল, ঋতম পোড়েল, প্রভাত, কুমার আদিত্য, জ্ঞানরঞ্জন (অনূর্ধ্ব-১৯) ও ভৈরব দে সরকার (অনূর্ধ্ব-১৯)।
স্ট্যান্ড-বাই: সিদ্ধার্থ ঘ𓆏োষ, সম্বিত নাগ, দুর্গেশ দুবে, অনূজ সꦇিং ও কর্ণ পাসওয়ান।