আসন্ন বর্ﷺডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের অধিনায়কের আসন থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া উচিত। এমনটাই মনে করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। আসলে নিউজিল্যান্ড সিরিজে পরাজয়ের পরে ভারতীয় দল নিয়ে সমালোচনার আগুন জ্বলছে। এমন অবস্থায় রোহিত শর্মা জানিয়েছেন তিনি নাকি আসন্ন বর্ডার গাভাসকর ট্রফির প্রথম দুই ম্যাচে তিনি খেলতে পারবেন না। এরপরেই রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গাভাসকর।
অস্ট্রেলিয়া সিরিজে রোহিত শর্মা একাধিক টেস্ট ম্যাচ মিসꦑ করতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে রোহিতের অবর্তমানে জসপ♍্রীত বুমরাহকে ভারতীয় দলের অধিনায়ক করা হবে। তবে যখন রোহিত দলে ফিরে আসবেন তখন তাঁকেই অধিনায়ক করা হবে। এই খবর শুনে রেগে গিয়েছে সুনীল গাভাসকর। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর বলেছেন ভারতীয় দলের ভাবনাটা বদলে ফেলা উচিত।
কী ইঙ্গিত দিলেন সুনীল গাভাসকর-
স্পোর্টস টকের সঙ্গে কথা বলার সময়, সুনীল গাভাসকর ভারতীয় ম্যানেজমেন্টের কাছে স্পষ্ট দাবি করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচটি ভারতের অধিনায়কের জন্য খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ꦚ তাই যদি রোহিত পুরো টুর্নামেন্টে নেতৃত্ব না দিতে পারেন তাহলে তাঁকে নেতা না করে অন্য কাউকে দলের দায়িত্ব দেওয়া উচিত। সেক্ষেত্রে রোহিত শর্মাকে একজন ক্রিকেটার হিসাবে খেলাো উচিত বলে মনে করেন গাভাসকর।
আরও পড়ুন… Women FT🐓P 2025-29: ঘরের মাঠে AUS ও ENG-র বিরুদ্ধে নামবে, WC 2026-র আগে ত্র♉িদেশীয় সিরিজ খেলবে ভারত
BGT 2024-25 টেস্টের প্রথম দুই ম্যাচে কেন অনুপস্থিত থাকবে রোহিত শর্মা-
অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ মিস করতে পা💟রেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত, যিনি স্ত্রী রিতিকা সাজদেহের সঙ্গে তার দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন সিরিজের দ্বিতীয় খেলা থেকে দলে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। রোহিত শর্মার অনুপস্🍸থিতিতে পার্থে দলের অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরাহ। মুম্বই টেস্ট ম্যাচের পরে রোহিত শর্মাকে একই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি বলেছিলেন যে তিনি এখনও সময়সূচী সম্পর্কে নিশ্চিত নন।
আরও পড়ুন… ঘুরিয়ে 𝔍রোহিত-বিরাটকে খোঁচা পিটারসেনের, শেয়ার করলেন পন্টিংয়ের উক্তিও
কী বললেন গাভাসকর?
সুনীল গাভাসকর স্প💛োর্টস টকে বলেছেন, ‘অধিনায়কের জন্য প্রথম টেস্ট ম্যাচ খেলাটা গুরুত্বপূর্ণ। সে ইনজুরিতে পড়লে সেটা আলাদা, কিন্তু যদি তাকে পাওয়া না যায়, তাহলে ডেপুটি লিডার অনেক চাপে থাকবেন। আমি পড়েছি যে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই টেস্টে রোহিত শর্মা হয়তো খেলবেন না। আমি মনে করি সেক্ষেত্রে প্রথম টেস্ট ম্যাচের জন্য জসপ্রীত বুমরাহকে দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দিতে হবে।’