Blackout in Dharamshala Stadium: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচে পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার হিমা𝐆চল প্রদেশ ক্রিকে꧂ট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তিনটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। এরপরেই খেলা বন্ধ হয়ে যায়। পরে ম্যাচটি বাতিল করে দেওয়া হয়।
ঘটনাটি ঘটে যখন প্রিয়াংশ আর্য প্রথম বলেই আউট হওয়ার পর শ্রেয়স আইয়ার ব্যাট করতে নামেন, ঠিক তখনই। শুরুতে একটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়, এরপর আরও দুটি ফ্লাডলাইট নিভে যায়। এরপরই মাঠ ♐ছেড়ে চলে যান খেলোয়াড় ও꧋ আম্পায়াররা।
আরও পড়ুন … তাঁর নিজের সিদ্ধান্💟ত, না কি BCCI-এর চাপ? রোহিতের টেস্ট অবসর নিয়ে নতুন বিতর্ক! নেপথ্যে ক্লার্কের সাক্ষাৎক💦ার
যদিও অফি༒সিয়াল সম্প্রচারকারীরা ঘটনাটিকে ‘ফ্লাডলাইট বিভ্রাট’ বলে উল্লেখ করা হয়েছিল, তবে পরে অনেকে মনে করেন যে এটি পাকিস্তানের আক্রমণের জন্যই করা হয়েছে। ব্ল্যাকআউটের জন্যই যে স্টেডিয়ামে তিনটি 🐷ফ্লাডলাইট বন্ধ করা হয় সেটা অনেকেই মেনে নেন।ধর্মশালায় আইপিএল ম্যাচ চলাকালীন হঠাৎ করেই এভাবে ফ্লাডলাইট নিভে যাওয়া ও পাকিস্তানের আক্রমণের খবর পেয়ে তাড়াতাড়ি স্টেডিয়াম খালি করে দেওয়া হয়। এর মাঝেই ম্যাচ বাতিলের খবর শোনা যায়। তবে এই ঘটনার পরে বিসিসিআই জানিয়ে দিয়েছে যে ‘ফ্লাডলাইট বিভ্রাট’-এর কারণেই এমনটা করা হয়েছে।
আরও পড়ুন … ভিডিয়ো: সাকারিয়ার সঙ্গে হাত মেলাতেই ভুলেಌ গিয়েছিলেন ধোনি! কী করলেন তারপর?
বিসিসিআই সরকারিভাবে জানিয়েছে ‘ফ্লাডলাইট বিভ্রাট’-এর জন্য ম্যাচটি বাতিল করা হয়েছে। জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে স্টেডিয়ামের ভিতরে উপস্থিত আইপিএল কর্তৃপক্ষ দর্শকদের স্🔯টেডিয়াম খালি করতে বলেন। এমনকি আইপিএল গভর্নিং কাউন্সিলের চ🐻েয়ারম্যান অরুণ ধুমালকেও ক্যামেরায় দেখা গেছে, যিনি দর্শকদের স্টেডিয়াম ছেড়ে যাওয়ার অনুরোধ করছিলেন।
আরও পড়ুন … রোহিত শܫর্মার হঠাৎ টেস্ট অবস💙র কি অভিষেক নায়ারের সঙ্গে যুক্ত? BCCI সহ অবাক সকলেই
এই ঘটনাগুলি ঘটে নিরাপত্তাজনি💎ত সতর্কতার কারণে, কারণ আশপাশের এলাকায় এয়ার রেইড অ্যালার্ট জারি হয়েছিল, যার ফলে হিমাচলের পাহাড়ি শহর ধরমশালায় ব্ল্যাকআউট ঘটানো হয়। তবে বিসিসিআই সরকারিভাবে জানিয়েছে ‘ফ্লাডলাইট বিভ্রাট’-এর জন্য ম্যাচটি বাতিল♚ করা হয়েছে।