🅰লক্ষ্য ভারতের টেস্ট দলে ফেরা। সেই কারণেই মুম্বইয়ের হয়ে বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টে মাঠে নামতে চলেছেন সূর্যকুমার যাদব। এবছর বুচি বাবুতে ঝাড়খণ্ডের হয়ে মাঠে নামার কথা ইশান কিষানেরও। লাল বলের ক্রিকেটে প্রাক মরশুম প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হয় বুচি বাবু। ভারতের অন্যতম প্রাচীন টুর্নামেন্ট এটি।
এবছর বুচি বাবুতে অংশ নিচ্ছে মোট ১২টি দল। আয়োজক তামিলনাড়ু ২টি দল মাঠে নামাচ্ছে টুর্🍸নামেন্টে। একটি দল খেলবে টিএনসিএ প্রেসিডেন্ট একাদশ নামে। অন্য দল মাঠে নামবে টিএনসিএ একাদশ নামে। এছাড়া মুম্বই, ঝাড়খণ্ড, হায়দরাবাদ, মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, বরোদা, ছত্তিশগড়, জম্মু-কাশ্মীর ও রেলওয়েজকে দেখা যাবে টুর্নামেন্টে।
১২টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল নিজেদের 💖গ্রুপের অপর ২টি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। পরে𒅌 চারটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। এবছর বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৫ অগস্ট। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হবে ৮ সেপ্টেম্বর। গ্রুপ লিগ ও নক-আউট মিলিয়ে মোট ১৫টি ম্যাচ খেলা হবে টুর্নামেন্টে।
বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টের গ্রুপ বিভাগ
এ গ্রুপ- মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, হায়দরাবাদ।বি গ্রুপ- রেলওয়েজ, গুজরাট, টিএনসিএ প্রেসিডেন্ট একাদশ।সি গ্রুপ- মুম্বই, হরিয়ানা, তামিলনাড়ু একাদশ।ডি গ্রুপ- জম্মু-কাশ্মীর, ছত্তিশগড়, বরোদা।
বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সূচি
১৫-১৮ অগস্ট: মধ্যপ্রদেশ বনাম ঝাড়খণ্ড।১৫-১৮ অগস্ট: রেলওয়েজ বনাম গুজরাট।১৫-১৮ অগস্ট: মুম্বই বনাম হরিয়ানা।১৫-১৮ অগস্ট: জম্মু-কাশ্মী বনাম ছত্তিশগড়।
আরও পড়ুন:- সপ্তম ভারতীয় কুস্তিগির 🅘হিসেবে অলিম্পিক্স পদ𝔍ক জিতলেন আমন, বাকিরা কারা?
বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের সূচি
২১-২৪ অগস্ট: ঝাড়খণ্ড বনাম হায়দরাবাদ।২১-২৪ অগস্ট: রেলওয়েজ বনাম টিএনসিএ প্রেসিডেন্ট একাদশ।২১-২৪ অগস্ট: হরিয়ানা বনাম তামিলনাড়ু একাদশ।২১-২৪ অগস্ট: জম্মু-কাশ্মীর বনাম বরোদা।
বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের সূচি
২৭-৩০ অগস্ট: মধ্যপ্রদেশ বনাম হায়দরাবাদ।২৭-৩০ অগস্ট: গুজরাট বনাম টিএনসিএ প্রেসিডেন্ট একাদশ।২৭-৩০ অগস্ট: মুম্বই বনাম তামিলনাড়ু একাদশ।২৭-৩০ অগস্ট: বরোদা বনাম ছত্তিশগড়।
আরও পড়ুন:- Paris Olౠympics TT: ই꧃তিহাস গড়েও পদক আসেনি মনিকাদের, টেবিল টেনিসে কেমন খেলল ভারত?
বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টের সেমিফাইনালের সূচি
২-৫ সেপ্টেম্বর: এ গ্রুপের চ্যাম্পিয়ন বনাম বি গ্রুপের চ্যাম্পিয়ন।২-৫ সেপ্টেম্বরౠ: সি গ্রুপের চ্যাম্পিয়ন বনাম ডি গ্রুপের চ্যাম্পিয়ন।
বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টের ফাইনালের সূচি
৮-১১ সেপ্টেম্বর: প্রথম সেমিফাইনালের জয়ী বনাম সেমিফা𒁃ইনালের জয়ী দল।