বিসিসিআইয়ের ঘরোয়া মরশুম শুরুর আগে যথাযথভাবে প্রস্তুতি শুরু করল রেলওয়েজ। বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টের শুরুতে দাপুটে ব্যাটিং করে তারা। গুজরাটের ব𒈔িরুদ্ধে প্রথম ইনিংসে তিনজন ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড়ে চড়ে রেলওয়েজ।
সালেম ক্রিকেট গ্রাউন্ডে গুজরাটের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে রেলওয়েজ। তারা প্রথম দিনে ৯০ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৪২৯ রানের বিশাল ইনিংস গড়ে ফেলে। হাতে চারটি উইকেট থাকায়🎃 ধরে নেওয়া হচ্ছিল রেলওয়েজ তাদের প্রথম ইনিংসে ৫০০ রানের গণ্ডি টপকাবে। শেষমেশ সাড়ে পাঁচশো টপকে প্রথম ইনিংসে বিরাট ইনিংস গড়ে তারা।
রেলওয়েজে🍸র হয়ে ওপেন করতে নেমে প্রথম দিনেই অনবদ্য শতরান করেন বিবেক সিং। তিনি ১২১ বলে ১০৪ রান করে সাজঘরে ফেরেন। মারেন ১৪টি চার ও ২টি ছক্কা। তিন নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেন প্রথম সিং। তিনি ১৩৯ বলে ১৩০ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন। প্রথম ১৪টি চার ও ৩টি ছক্কা ♔মারেন।
আরও পড়ুন:- Vinesh Phogat: সব কুছ টুটা হি রহ গয়া! সোশ্যাল মিডিয়া পোস্টে হাল ছাড়ার ইঙ্গিত ভিনে𝕴শের
দ্বিতীয় দিনে লড়াকু শতরান করে অপরাজিত থাকেন সাহেব যুবরাজ সিং। তিনি ১৬৯ বলে ১০৫ রানের দাপুটে ইনিংস খেলেন। মারেন ১০টি চার ও ৬টি ছক্কা। এছাড়া 🌜প্রথম ইনিংসে রেলওয়েজের হয়ে হাফ-স🐟েঞ্চুরি করেন মহম্মদ সইফ ও শিবম চৌধরী। সইফ ১০৯ বলে ৫৭ রান করে ক্রিজ ছাড়েন। মারেন ২টি চার। শিবম ১০১ বলে ৮৮ রান করে আউট হন। তিনি ১২টি চার ও ২টি ছক্কা মারেন।
ক্যাপ্টেন তথা উইকেটকিপার উপেন্দ্র যাদব ২১ বলে ১০ রান করেন। তিনি ১টি চার মারেন। ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলꦐে মাঠ ছাড়েন আশুতোষ শর্মা। তিনি ৩টি চার ও ৩টি ছ🃏ক্কা মারেন। পূর্ণক ত্যাগী ৮, রাজ চৌধরী ২ ও অয়ন চৌধরী ৭ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি হিমাংশু সাঙ্গওয়ান।
গুজরাটের হয়ে ৩৩ ওভার বল করে ১৫৯ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন সিদ্ধার্থ দেশাই। চিন্তন গাজা ৮৯ রান খরচ করে ৩টি উইকেট সংগ্রহ করেন। কুশ💃 প্যাটেল ৮৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
জবꦍাবে ব্যাট করতে নেমে গুটরাজ তাদের প্রথম ইনিংসে ১২ রানের মাথায় ১টি উইকেট হারায়। ১১ রান করে হিমাংশু সাঙ্গওয়ানের বলে বোল্ড হন প্রিয়ঙ🐼্ক পাঞ্চাল।