আসন্ন রঞ্জি ট্রফির দল ঘোষণা হয়ে গেল শুক্রবার। মোট ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে সিএবির পক্ষ থেকে। তবে এবারও নিজের কেরিয়ারের শেষ মরশুমে বাংলার অধিনায়ক থাকছেন মনোজ তিওয়ারি। গত কয়েক মাস আগেই আচমকা অবসর নেওয়ার ঘোষণা করেন তিনি। কিন্তু সিএবি কর্তাদের অনুরোধে আরও এক বছর খেলার কথ⛄া ঘোষণা করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। ফলে নিজের শেষ মরশুমে দলকে রঞ্জি চ্যাম্পিয়ন তিনি করতে চান। এমনটা তিনি আগেই বলেছিলেন। এবার সিএবি তাঁকেই অধিনায়ক করার সিদ্ধান্ত নিল।
আগামী ৫ জানুয়ারি অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করবে বাংলা। বাংলার প্রথম দুই ম্যাচই অ্যাওয়ে। ফলে বাইরের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে মনোজদের। তাই কিছুটা হলেও আগেই সেখানে উড়ে যাবে বাংলা। সিএবি যে ১৮ জনের দল ঘোষণা তা🅘 প্রথম দুই ম্যাচের জন্য। অর্থাৎ অন্ধ্র প্রদেশ এবং উত্তর প্রদেꦓশের বিরুদ্ধে ম্যাচের জন্য। এই বাংলা দলে তরুণ্যের সম্ভার যেমন রয়েছে, ঠিক তেমনই সিনিয়র ক্রিকেটাররাও রয়েছেন। যদিও চোটের জন্য় প্রথম দুই ম্যাচে নেই শাহবাজ আহমেদ।
তবে শাহবাজ দলে না থাকাটা কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাকে। গত কয়েক বছর ধরে বাংলা দলের লোয়ার মিডিল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। 🌊শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও দুর্দান্ত তিনি। এই অলরাউন্ডারের না থাকা বাংলার জন্য খারাপ হলেও বিপক্ষের জন্য এটা অ্যাডভান্টেজ। বঙ্গ অলরাউন্ডার আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। তাঁর ফিট হয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগবে। সুতরাং তৃ💖তীয় ম্যাচেও যে তিনি ফিরবেন তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না সিএবি কর্তারা।
তবে এই দল গড়তে কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে হয়েছে সিএবি কর্তাদের। কারণ এই মুহূর্তে দুই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় দলের সঙ্গে। মুকেশ কুমার এবং অভিমন্যু এই দুই ক্রিকেটারকে প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না। ফলে ব্যাটিং এবং বোলিং কম্বিনেশনে খুঁজতে হয়েছে সি𝓡এবিকে। অভিমন্যুর বিকল্প ওপেনার হিসাবে নেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের সৌরভ পালকে। ওপেনার হিসাবে দলে সুযোগ পেয়েছেন ক্লাব ক্রিকেটে কালীঘাটের হয়ে খেলা শ্রেয়াংশ ঘোষও।
১৮ জনের বাংলা দলে সুযোগ পেয়েছেন- মনোজ তিওয়ারি (অধিনায়ক), অনুষ্টুপ মজুমদার, সুদীꦚপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), সৌরভ পাল (উইকেটরক্ষক), শ্রেয়াংশ ঘোষ, রণজ্যোৎ সিংহ খইরা, শুভম চট্টোপাধ্যায়, আকাশ দীꦺপ, ইশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র, প্রয়াস রায় বর্মন, সূরজ সিন্ধু ও সুমন দাস।