শুভব্রত মুখার্জি:- আরজি কর হাসপাতালের ভয়াবহ খুন এবং ধর্ষনের ঘটনা নাড়িয়ে⛄ দিয়েছে রাজ্য সহ গোটা দেশের সমাজকে। ৮-৮০ প্রতিবাদে ফেটে পড়েছেন সকলেই। রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে বিষয়টি নিয়ে আন্দোলন করা হচ্ছে। আন্দোলন হচ্ছে সমাজের বিভিন্ন স্তর থেকে। সমাজের এমন কোন ক্ষেত্র নেই যেখান থেকে এই ঘটনা নিয়ে প্রতিবাদ হচ্ছে না।
খেলার জগতও তাঁর ব্যতিক্রম নয়। যে যার সামর্থ্য মতো এই প্রতিবাদে সামিল হচ্ছে। সম্প্রতি ক্রিকেট 🍷অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ সিএবির বিচারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ডানহাতি তারকা ব্যাটার অনুষ্টুপ মজুমদার। ভক্তদের আদরের 'রুকু' তাঁর এই পুরস্কারকে এবার আরজি করের নির্যাতিতা চিকিৎসকের উদ্দেশ্যে উৎসর্গ করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
আরও পড়ুন-CPL-এ হেতমায়ের-গꦏুরবাজ তাণ্ডব!🎶 দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস স্কোর গায়ানার! উঠল ২৬৬/৭…
আগামী ১৪ সেপ্টেম্বর রয়েছে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই বর্ষসেরা ক্রিকেটারের সম্মান দেওয়া হবে অনুষ্টুপ মজুমদারকে।আর সেই পুরস্কার আরজি কর কান্ডের নির্যাতিতাকে 🍷উৎসর্গ করছেন অনুষ্টুপ।সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 'উই ওয়ান্ট জাস্টিস' লেখা শার্ট বা টি শার্ট পরে যাওয়ার বিষয়েও চিন্তা ভাবনা করছেন অনুষ্টুপ মজুমদার।গত মরশুমে রঞ্জি ট্রফিতে পাঁচশোর বেশি রান করেছিলেন অনুষ্টুপ। রঞ্জি ট্রফিতে ইতিহাসে বাংলার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৬০'র উপর গড় রয়েছে তাঁর।
পাশাপাশি সিএবির লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার🦋 তথা প্রাক্তন জাতীয় নির্বাচক প্রনব রায়। 'জেন্টলম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার' পাচ্ছেন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের খেলা অভিষেক পোড়েল।
প্রসঙ্গত বাংলা ক্রিকেটে নির্ভরতার অপর নাম অনুষ্টুপ মজুমদার। ঘরোয়া ক্রিকেটে যতবার বাংলা কোন না কোষ সমস্যায় পড়েছে তখন ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছেন 'ক্রাইসিস ম্যান'। গত মরশুমে বাংলার ๊ব্যাটিংয়ের সবথেকে বড় ভরসার নামটি ছিল অনুষ্টুপ মজুমদার। বয়স তাঁর কাছে কেবল একটা সংখ্যামাত্র। ঠিক যেমনভাবে যতিদিন গিয়েছে ইংল্যান্ডের হয়ে তত ক্ষুরধার হয়েছেন জেমস অ্যান্ডারসন। ঠিক তেমন বাংলার হয়ে ক্ষুরধার হয়েছেন অনুষ্টুপ মজুমদার। তাঁর ব🍎্যাট হাতে ধারাবাহিকতা ছিল দেখার মতন।