শুক্রবার শুরু অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম দিনে এ-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামছে আয়ারল্যান্ড ও আমেরিকার অনূর্ধ্ব-১৯ ক্রিকেꦅট দল। একই দিনে বি-গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়োজক দক্ষিণ আফ্রিকার যুব দল। ভারত যুব বিশ্বকাপ অভিযান শুরু করবে শনিবার অর্থাৎ, টুর্নামেন্টের দ্বিতীয় দিনে। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক𒉰্ষ বাংলাদেশ।
ভারত যে বিশ্বকাপের জন্য পুরোদস্তুর তৈরি, সেটা বোঝা গিয়েছে একজোড়া প্রস্তুতি মꦺ্যাচে। তা🅰র আগে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের যুব দলের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজেও দাপুটে পারফর্ম্যান্স উপহার দেয় উদয় সাহারানের নেতৃত্বাধীন ভারতীয় দল।
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম প্রস্তুতি ম্যাচ:-
ভারত বিশ্♏বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শুরুতে ব্যাট করে ভারত অল্প রানে অল-আউট হলেও বল হাতে পালটা লড়াই ফিরিয়ে দেয় অজি শিবিরে। যদিও ম্য়াচটি শেষমেশ বৃষ্টিতে ভেস্তে যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে🐠 নামে ভারত। তারা ৪০.২ ওভারে ১৭১ রানে অল-আউট হয়ে যায়।
ক্যাপ্টেন উদয় দলের হয়ে সব থেকে বেশি ৭৪ রান করেন। ২৬ রান করেন প্রিয়াংশু মোলিয়া। অস্ট্রেলিয়ার চার্লি অ্যান্ডারসন ২০ রানে ৪টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৬ ওভারে ৫৩ রান তুলতেই ৪টি উইকেট হারিয়ে বসে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয় এর পরেই। অর্থাৎ, পুরো খেলা হলে রান তাড়া করা খুব সহজ হতো না অজিদ💮ের পক্ষে।
ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ:-
পরে বিশ্বকাপের দ্বিতীয় অনুশীলন ম্যাচে ভারত মাঠে নাম🐟ে শ্রীলঙ্কার বিরুদ্ღধে। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কার যুব দল। তারা ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। দিনুরা কালুপাহানা ৬৭ রান করেন। ভারতের মুশির খান ৩৪ রানে ৩টি উইকেট দখল করেন। ভারত ম্যাচে ৭ জন বোলার ব্যবহার করে। উইকেট তুলে নেন সকলেই।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪১.♒২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে ভারতীয় য⛦ুব দল। মুশির খান ৫১, উদয় সাহারান ৫০, প্রিয়াংশু মোলিয়া ১৯ ও সচিন ধাস ২৪ রান করে ব্যাট ছেড়ে দেন। ১৮ রানে অপরাজিত থাকেন আরাভেল্লি অবনীশ। নমন তিওয়ারি নট-আউট থাকেন ১০ রানে।