দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার দিয়ꦫে মেয়েদের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করা ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ লিগে নিজেদের দ্বিতীয় ম্য়াচেই জয়ে ফিরল। রবিবার দুবাইয়ে স্কটল্যান্ডকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেয় ক্যারিবিয়ান দল। প্রথম ম্যাচে যতটা একতরফাভাবে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ডের বিরুদ্ধে ততটাই দাপট দেখিয়ে জয় তুলে নেয় তারা।
দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে শুরু༺তে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। তারা অত্যন্ত ধীর ব্যাটিং করে। ২০ ওভার ব্যাট করা সত্ত্বেও স্কটল্যান্ড ১০০ রানের গণ্ডি টপকাতে ব্যর্থ হয়। স্෴কটিশরা ৮ উইকেটের বিনিময়ে ৯৯ রান সংগ্রহ করে।
আইলসা লিস্টার দ♐লের হয়ে সব থেকে বেশি ২৬ রান সংগ্রহ করেন। ৩৩ বলের ধীর ইনিংসে তিনি মাত্র ১টি চার মারেন। ৩১ বলে ২৫ রান করেন ক্🦹যাথরিন ব্রাইস। তিনিও মোটে ১টি চার মারেন। এছাড়া সাসকিয়া হর্লি ১১, জ্যাক-ব্রাউন ১১ ও ডার্সি কার্টার ১৪ রানের যোগদান রাখেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভারে ২২ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন অ্যাফি ফ্লেচার। ৪ ওভারে ২টি মেডেন-সহ ১০ রানের বিনিময়ে ১টি উইকেট নেন শিনেলে হেনরি। এছাড়া ৪ ওভারে ২১ রান খর🍰চ করে ১টি উইকেট নেন ক্যাপ্টেন হেইলি ম্যাথিউজ। ৪ ওভারে ২৪ রান খরচ করে ১টি উইকেট নেন করিশ্মা।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ মা♈ত্র ১১.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০১ রান তুলে ম্যাচ জিতে যায়🅺। অর্থাৎ, ৫০ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে ক্যারিবিয়ান দল। কিয়ানা জোসেফ ১৮ বলে ৩১ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১৫ বলে ২৮ রান করে নট-আউট থাকেন দিয়েন্দ্রা ডটিন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন।
১০ বলে ১৮ রান করে নট-আউট থাকেন শিনেলে হেনরি। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ক্যাপ্টেন হেইলি ম্যাথিউজকে ব্যাট হাতে নিতান্ত✃ রংচটা দেখিয়েছে। ওপে🧸ন করতে নেমে তিনি ১৯ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। কোনও বাউন্ডারি মারতে পারেননি তিনি। স্টেফানি টেলর ৪ ও শিমাইন ক্যাম্পবেল ২ রান করে আউট হন।
আরও পড়ুন:- IND vs PAK Women's T20 WC: কোনও ঝুঁকি না নꦅিয়েই পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের
স্কটল্য🐟ান্ডের হয়ে ৩ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট নেন অলিভিয়া বেল। ব্যাটে-বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিনেলে হেনরি ম্যাচের সেরা কꦓ্রিকেটারের পুরস্কার জেতেন।