ভারতে গলি ক্রিকেটে হামেশাই দেখা যায় বল কুড়োতে গিয়ে মাঠের পাশে জঙ্গলে চলে যেতে হয় খেলোয়াড়দের। এমন ঘটনা এমনিতে ভারতে নতুন নয়। দেশের সর্বত্রই মাঠের পাশে ফাঁকা এলাকায় বড় বড় ঘাসের ঝোপ গজিয়ে ওঠে। আর সেখানে কোনও কারণে বল যদি চলে যায়, তাহলে তা খুঁজে আনতে গেলে দিশেহারা অবস্থা হয়ে যায় খেলোয়াড়দের। তবে স্রেফ ভারতেই নয়, এমন অবস্থা অন্য দেশেও হ𝐆য়।
বিদেশেও মাঠের পাশে ঝোপে বল গেলে ক্রিকেটারদের নিজেই আনতে যেতে হয়, ভারতের গলি ক্রিকেটের এমন চেনা দৃশ্যই দেখা গেল অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল𓃲্ডের ম্যাচে। যেখানে বল বাউন্ডারি লাইন পেরিয়ে মাঠে পাশে 💙ঝোপে বল ঢুকে যায়। এরপর সেই বল খুঁজতেই যেতে হল টেস্টে ৫০০ উইকেটের শিকারিকে।
অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের ম্যাচে নিউ সাউথ ওয়েলস বনাম সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালীন একজন ব্যাটার এত জোরে শট খেলেছিলেন, যে বল শুধু বাউন্ডারি লাইন টপকে যায়নি, এমনকি রেলিংও টপকে যায়। এরপর বল ঢুকে যায় জঙ্গলি ঘাসের ভিতরে। সেখানে গিয়েই বল কুড়িয়ে নিয়ে আসেন অজিদের তারকা স্পিনার নাথান লিয়ঁ। এমন দৃশ্য কি আর🔯 মিস করা যায়। তাই ক্যামেরাবন্দি সেই ভিডিয়ো, ক্রিকেট অস্ট্রেলিয়া🌠 সঙ্গে সঙ্গেই শেয়ার করে নিজেদের সোশাল নেটওয়ার্কিং সাইটে।
২২ নভেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলি🌠য়ার বড় ভরসা নাথান লিয়ঁ। ২০১৮-১৯ এবং ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজে🐠 জিতে এসেছে ভারত। ফলে নাথান লিয়ঁসহ গোটা দলের কাছেই আসন্ন সিরিজ সম্মানরক্ষার। এক্ষেত্রে কোনওভাবেই তাঁরা ভারতীয় দলকে হাল্কাভাবে দেখতে রাজি নয়।
সিরিজ শুরুর দেড় মাস আগে নাথান লিয়ঁ আলাদা প্ল্যা করে রেখেছেন ঋষভ পন্তে✨র সদ্য। সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে শতরান করা এই ক্রিকেটারকে নিয়ে লিয়ঁ বলছেন, ‘ঋষভ পন্তের মতো ব্যাটার, যার কাছে সমস্ত রকম দক্ষতা রয়েছে তাঁর বিরুদ্ধে বল করা যথেষ্ট চ্যালেঞ্জিং। আমার বলে ছয় হলে আমি সেটা নিয়ে খুব বেশি ভাবিনা। কিন্তু ওর মতো ব্যাটারকে বল করতে গেলে, সামান্য ভুলও করা যাবে না। আমার চ্যালেঞ্জ থাকবে ওকে ক্রিজের মধ্যে রাখা এবং ডিফেন্সিভ শট খেলানো। পাশাপাশি আউট করার একটা আধটা সুযোগও তৈরি করা’।