আর মাস কয়েক এর অপেক্ষা। তারপরই শুরু🥀 হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও এখন থেকেই সব দল পরিকল্পনা শুরু করে দিয়েছে নিজেদের মতো করে। অনেকে মনে করছেন যে আসন্ন আইপিএলের মাধ্যমেই বহু ক্রিকেটারের অনুশীলন হয়ে যাবে। তবে সেখানে পারফর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল ক্রিকেটারের কাছে। কারণ সেখানকার পারফরম্যান্সের ভিত্তিতেই দল ঠিক করে নেওয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। সবমিলিয়ে, অংশগ্রহণকꦬারী সকল দলই এখন ব্যস্ত।
তবে তার আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বোর্ডকে সুপারিশ করছেন মিচেল মার্শের নাম। তিনি চান যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করুক। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন যে যেভাবে মিচেল দলের সঙ্গে সহযোগিতা করেছে, তাতে সকলেই তাঁকে নিয়ে বেশ খুশি। তিনি বলেন, 'আমি মনে করি যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হোক মিচেল মার্শকে। আমরা𒐪 সকলেই ওকে নিয়ে খুব খুশি যেভাবে ও দলের সঙ্গে সহযোগিতা করেছে। সুতরাং আমি চাই ওই নেতৃত্ব দিক। যদিও সবকিছু আপনারা শীঘ্রই জানতে পারবেন।' তবে সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন প্যাট কামি꧟ন্সের নেতৃত্বে। কিন্তু অজি কোচ কেন মার্শকে চাইছেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।
এরপরই দলের অন্য তারকা ব্যাটার ট্র্যাভিস হেডকে নিয়ে মুখ খোলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি বলেন, 'বিশ্বকাপে সেই মুহূর্তে ও চোটের মধ্যে দিয়ে যাচ্ছিলো। এটার জন্য শারীরিক ও মানসিক, দুই দিকেই চাপ পড়ে। এটা নিয়ে কোন সন্দেহ নেꦅই যে ট্র্যাভিস দলে আশায় আমরা অনেককিছু শিখত💙ে পেরেছি। তাছাড়া আমরা এটা নিয়ে ভাবছি যে কিভাবে ওকে মাঝে একটু বিশ্রাম দেওয়া যায়।'
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৪ জুন এবং শেষ হবে ৩০ জুনে। এবারের আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রথমবার ক্রিকেটের কোনও বিশ্বকাপ খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। মোট ২০টি দল অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায় এবং তাদের ভাগ করা হবে চারটি গ্রুপে। অর্থাৎ প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। এবারের মরশুমে প্রথমবারের জন্য খেলতে দেখা যাবে ক্যানাডা, উগান্ডা ও মার্কিন যুক্তরাষ্ট্রকে। ফাইনাল ম্যাচটি খেলা হবে কেনসিংটন ওভাল স্টেডিয়ামে। এবার দেখার বিষয় শেষ অবধি কোন দল তোলে এই ট্রফি। জিতবে ক🃏ে? দেখা যাবে কি এবার কোন নতুন চ্যাম্পিয়ন? সব জানা যাবে কয়েক মাস পর।