IPL 2025-র শুরুর দুটি ম্যাচে খারাপ পারফরমেন্সের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে রাজস্থান রয়্যাল দল। কেকেআর ম্যাচে হারের পর রবিবার আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে অসমের বারসাপারা স্টেডিয়ামে হারিয়েಞ দিয়েছে রাজস্থান রয়🌱্যালস শিবির। আর তাঁদের হারানোর পরই রাজস্থানের স্টপগ্যাপ অধিনায়ক রিয়ান পরাগ এমন ভাবসাব দেখালেন যেন তিনি বিশাল বড় কিছু হয়ে গেছেন একটা ম্যাচ জিতেই।
রিয়ানের কাজে বিরক্ত সকলে
এমনিতেই আগের ম্যাচে অসমের বারসাপারা স্টেডিয়ামে তাঁকে এক ফ্যান দৌড়ে এসে প্রণাম করেছিল, যা দেখে অনেকেই ভেবেছিল বিষয়টা আসলে রিয়ান পরাগেরই পಌিআর স্টান্ট। এবার তিনি ম্যাচ শেষের পর মাঠে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে এমন ব্যবহার করলেন, যা দেখে সোশাল মিডিয়ায় তাঁর সমালোচনা করছেন অনেকে। কারণ নিজেদের কেরিয়ারে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, মহেন্ඣদ্র সিং ধোনি থেকে শুরু করে ক্রিস্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিরাও হয়ত এমন কাজ করেননি কখনও।
ফোন ছুঁড়ে দিলেন রিয়ান
অসমের বারসাপারা স্টেডিয়াম রাজস্থানের দ্বিতীয় হোম গ্রাউন্ড আইপিএলে। সঞ্জু স্যামসন চোটের জন্য অধিনায়কত্ব না করায় তিন ম্যাচের ক্যাপ্টেন্সি করার সুযোগ পান রিয়ান পরাগ। সিএসকে ম্যাচে শেষ ওভারে আর্চারকে বোলিং না দিয়ে সন্দীপ শর্মাকে দিয়ে বোলিং করিয়ে ম্যাচ জিতিয়ে আনেন তিনি। এই অবদি সব ঠিকঠাকই ছিল। এবারের আইপিএলে এটাই শেষ ম্যাচ ছিল এই স্টেডিয়ামে, তাই গ্রাউন্ড স্টাফরা রিয়ানের সঙ্গে একটি সেলফি তোলার জনꦇ্য অপেক্ষা করছি। রিয়ান এরপর তাঁদের সঙ্গে ছবি তুললেও, ভদ্রভাবে ফোনটা ফেরত না দিয়ে ছুঁড়ে দিলেন। যা কোনও মতে ক্যাচ ধরেন এক মাঠকর্মী, নাহলে ফোনটি পরে যেতে পারত। তাঁর এমন উগ্র এবং খারাপ ব্যবহার দেখেই রিয়ানের সমালোচনা করেছেন নেটিজেনরা।
IPL 2025, SRH vs DC- ‘আমার ভয়েই আর প্রথম বল খেলে না’, অজি সতীর্থ হেডকে ফের আউ🏅ট করে খোঁচা স্টার✤্কের
তুমুল সমালোচনা রিয়ানের
এরপর সোশাল মিডিয়ায় পরপর তাঁকে কটুক্তি করেছে সকলে। এর আগে টি২ꦏ০ বিশ্বকাপের সময়ও তিনি দাবি করেছিলেন, ভারতের কোনও ম্যাচ তিনি দেখবেন না, কারণ তাঁকে দলে নেওয়া হয়নি। এরপর ভারত তাঁকে ছাড়াই টি২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। আর তিনি এবারের আইপিএলে ৩ ম্যাচে এখনও পর্যন্ত করেছেন মাত্র ৬৬ রান। মাত্র ২৩ বছর বয়সেই তাঁর এই ঔদ্ধত্য দেখে তাঁর ভবিষ্য🥂ৎ নিয়ে আশঙ্কায় নেটিজেনরা।
ফিরছেন সঞ্জু স্যামসন
প্রথম তিন ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলার পর অবশেষে সঞ্জু স্যামসন পরের ম্যাচ থেকেই অধিনায়কত্বে ফিরতে চলেছেন রাজস্থান রয়্যালস দলের। ইংল্যান্ড সিরিজে আঙুলে চোট পাওয়ার পর তিনি পুরোপুরি ফিট না হওয়ায় তাঁকে উইকেটকিপিংয়ের ক্লিয়ারেন্স দেয়নি এনসি♌এ। ইতিমধ্যেই ৫ এপ্রিলের পঞ্জাব ম্যাচের জন্য তিনি এনসিএর কাছে ক্লিয়ারেন্স চেয়েছেন যাতে উইকেটের পিছনে তিনি দায়িত্ব সামলাতে পারেন।