বর্ডার-গাভাসকর ট্রফির আগে সুখবর এল অজি ক্রিকেটের জন্য। দীর্ঘ ৬ বছর পর ডেভিড ওয়ার্নারের উপরে থাকা নিষেধাজ্ঞা তুলে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৮ সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বল বিকৃতির অভিযোগ উঠেছিল তাঁর উপর। এরপর ওয়ার্নারকে সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল। একই সঙ্গে সেই সময় নির্বাসিত করা হয়েছিল স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফ্টকে। পরে ডেভিড ওয়ার্নারের থেকে নেতৃত্ব দেওয়ার অধিকারও কেড়ে নেওয়া হয়। সেই সময় নির্দেশিকায় বলা হয়েছি𒆙ল, ডেভিড ওয়ার্নার আর কোনওদিন অস্ট্রেলিয়ার কোনও দলের অধিনায়ক হতে পারবেন না। দীর্ঘ ৬ বছর এই নিষেধাজ্ঞাই তুলে নিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। জানিয়ে দেওয়া হল, এরপর থেকে আর ওয়ার্নারের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বাধা রইল না।
বিতর্কিত ঘটনাটি কী? ২০১৮ সালে কেপটাউনে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ চলছিল। তখন অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। দেখা যায় টেস্টে বল বিকৃꦅতি করছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন ডেভিড ওয়ার্নার। সেই সময় তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সহ অধিনায়ক ছিলেন। এরপরেই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। নেতৃত্বদানের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে ওয়ার্নার আপিল করেন। সেখানেই শꦜুক্রবার তিন সদস্যের কমিটি অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নিল। জেফ গ্লেসন কেসি, জেন সিরাইট ও অ্যালান সালিভান কেসি-র কমিটি জানিয়ে দিল, ওয়ার্নারের ওপর আর নেতৃত্ব নিয়ে কোনও নিষেধাজ্ঞা রইল না।
এর অর্থ আর অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে বাধা রইল না ডেভিড ওয়ার্নারের। শুরু হতে চলা বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়েও অধিনায়ক হতে পারবেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্যানেলের তরফে জানানো হয়েছে, ওয়ার্নার নিষꦆেধাজ্ঞার বিরুদ্ধে যে আবেদন জানিয়েছিলেন তা যথাযথ। একই সঙ্গে এই মাঝের সময় তাঁর আচরণ শ্রদ্ধাশীল ছিল। ওয়ার্নার গোটা ঘটনায় দায় স্বীকার করে নেন এবং এই কৃতকর্মের জন্য অনুশো🐎চনার মধ্যে রয়েছেন বলেও জানান বোর্ডকে। ডেভিড ওয়ার্নার টি-২০ ক্রিকেটের একজন জনপ্রিয় মুখ। মূলত মারকাটারি ব্যাটিংয়ের জন্য পরিচিতি তাঁর। ভারতেও তাঁর প্রচুর ভক্ত রয়েছে। স্বভাবতই তাদের কাছে এটি একটি সুখবর। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পর ওয়ার্নার ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে।