ডিফেন্ডিং চ্যাম্পিয়ন- তাই স্বভাবতই ২০২৪ সালের প্রথম ম্যাচ খেলতে চলেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। আর ঘরের মাঠ চিপক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবেন মহেন্দ্র সিং ধোনিরা। এবারের আইপিএলের প্রথম ১৭ দিনের যে সূচি ঘোষণা করা হয়েছে, তাতে মোট চারটি ম্যাচ খেলবেন তাঁরা। ঘরের মাঠে দুটি ম্যাচ পড়েছে চেন্নাইয়ের। আর দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। ঘরের মাঠে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটানসের বিরুদ্ধে। অর্থাৎ প্রথম ম্যাচে ধোনি এবং বিরাট কোহলির লড়াই হবে। আর দ্বিতীয় ম্যাচেই গতবারের আইপিএ🍌লের রানার্স-আপ গুজরাটের বিরুদ্ধে নামবে। যে গুজরাটকে হারিয়েই গতবার আইপিএল জিতেছিলেন ধোনিরা।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের সূচি (প্রথম ১৭ দিনের)
১) চেন্নাই সুপার কিংসꦺ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ২২ মার্চ (শুক্রবার), রাত ৮ টা, চেন্নাই।
২) চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানস: ২৬ মার্চ (মঙ্গলবার), ꦿসন🌳্ধ্যা ৭ টা ৩০ মিনিট, চেন্নাই।
৩) দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার 🍰কিংস: ৩১ মার্চ (র💎বিবার), সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, ভাইজাগ।
৪) সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার ꦍকিংস: ৫ এপ্রিল, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, ಞহায়দরাবাদ।
(২০২৪ সালের আইপিএলের পুরো সূচি দেখতে চান? ক্লিক করুন এখানে)
২০২৪ সালের আইপিএলের জন্য চেন্নাই সুপার কিংসের পুরো দল
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, আম্বাতি রায়াডু, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মিচেল স্꧃যান্টনার, ডোয়েন প্রিটোরিয়াস, মাথিসা পাথিরানা, মাহিশ থিকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী, দীপক চাহার, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, শুভ্রাংশু সেনাপতি, অজিঙ্কা রাহানে, বেন স্টোকস, শেখ রশিদ, নিশান্ত সিন্ধু, কাইল জেমিসন, অজয় মণ্ডল এবং ভাগবত বর্মা।
আরও পড়ুন: KKR IPL 2024 Schedule: শুরুতেই গম্ভীর🐼 বনাম বিরাট! IPL-এ কবে, কোথায় ও কখন খেলবে KKR? রইল সূচি
২০২৩ সালের আইপিএলে CSK ও RCB-র মুখোমুখি রেকর্ড
২০২৩ সালের আইপিএলে একটি ম্যাচেই মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ২২৬ রান তুলেছিল চেন্নাই। ৪৫ বলে ৮৩ রান করেছিলেন ডেভন কনওয়ে। ২৭ বলে ৫২ রান করেছিলেন শিবম দুবে। ২০ বলে ৩৭ রান করেছিলেন অজিঙ্কা রাহানে। জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২১৮ রান তুলেছিল ব্যাঙ্গাল। আট রানে জিতে গিয়েছিল চেন্নাই। ৩৩ বলে ৬২ রান করেছিলেন ফ্যাফ ডু'প্ল𒁃েসি। ৩৬ বলে ৭৬ রান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।