দ্রুত স্টাম্পিং করা থেকে শুরু করে, অত্যাশ্চর্য ক্যাচ নেওয়া- ৪২ বছর বয়সেও উইকেটের পিছনে সমান ভাবে সাবলীল মহেন্দ্র সিং ধোনি। তাঁর দক্ষতায় এতটুকুও মরচে ধরেনি। তবে সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে চিপকে ধোনি বড় ভুল করে বসেন। আন্দ্রে রাসেলের ক্যাচ ফেলে দেন তিনি। ভাগ্যিস রাসেল সিএসকে-র বিরুদ্ধে বিধ্বংসী হয়ে ওঠেন🉐নি। না হলে অফস🥂োসের শেষ থাকত না ধোনির।
ধোনির ক্যাচ মিস
কেকেআর-এর ইনিংসের তখন ১৮তম ওভারের খেলা চলছে। বল করছিলেন মুস্তাফিজুর রহমান। ওভারের চতুর্থ বলটি মিড অফের উপর দিকে খেলার চেষ্টা করেন রাসেল। কিন্তু তাঁর ব্যা🗹টের কোণায় লেগে উইকেটের পিছনে ক্যাচ ওঠে। ধোনির জন্য নেহাৎ-ই সহজ ক্যাচ ছিল। কিন্তু লোপ্পা ক্যাচ ফেলে দেন মাহি। 🅰এতে বেশ অবাক হন ক্রিকেট ভক্ত থেকে বিশেষজ্ঞ সকলেই। কারণ এই ধরনের ক্যাচ ধোনি সাধারণত কখনও-ই মিস করেন না।
মাথায় হাত রুতুর
কয়েক দিন আগেই অবিশ্বাস্য ক🀅্ষিপ্রতায় ক্যাচ ধরে বিশ্ব ক্রিকেটকে তাঁর বয়স ভুলিয়ে দিয়েছিলেন ধোনি। এবার তিনিই লোপ্পা ক্যাচ মিস করে বসলেন। রাসেল সেই সময় মাত্র ৫ রানে ব্যাটিং করছিলেন। ধোনির ক্যাচ মিস দেখে মাথায় হাত দিয়ে বসে পড়েন রুতু🌟রাজ গায়কোয়াড়। এমন কী হতাশা প্রকাশ করতে দেখা যায় মুস্তাফিজুর রহমানকেও।
রাসেলের এই ক্যাচ মিসের ফলে অবশ্য বড় কোনও অঘটন ঘটেনি। জীবনদান পাওয়ার পর রাসেল নিজের ইনিংসে যোগ করেন আর মাত্র ৫ রান। ১০ বলে ১০ করে তুষা🅰র দেশপান্ডের বলে ড্যারিল মিচেলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরে𒈔ন ধোনি। মুস্তাফিজুর অবশ্য রাসেলের উইকেট হাতছাড়া করার আফসোস মিটিয়ে নেন শেষ ওভারে। শ্রেয়স আইয়ার এবং মিচেল স্টার্ককে আউট করে।
আরও পড়ুন: CSK-এর কাছে KKR হারায় 2024 IPL-এ ꦛএখন একমাত্র অপরাজিত দল RR, জমে উঠেছে পয়েন্ট টেবলের সাপ-লুডোর লড়াই
ম্যাচের সংক্ষিপ্ত ফল
প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে কেকেআর। জবাবে ১৭.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে। রবীন্দ্র জাদেজার ঘূর্ণি ম্যাচের ভাগ্য বদলে দেয়। ইনিংসের প্রথম বলে ফিল সল্টের উইকেট হারালেও পাওয়ার প্লে তে ম্যাচের রাশ ছিল নাইটদের হাতে। ৬ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে কেক⭕েআর-এর রান ছিল ৫৬। কিন্তু জাড্ডুর এক ওভার ম্যাচের রং বদলে দেয়। ওভারের প্রথম এবং পঞ্চম বলে ফিরিয়ে দেন অংকৃষ রঘুবংশী (২৪) এবং সুনীল নারিনকে (২৭)। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। এর পর চেন্নাই বোলারদের কাছে আ🍎ত্মসমর্পণ করে নাইটরা। মাত্র ৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় কেকেআর। সর্বোচ্চ রান শ্রেয়স আইয়ারের। ৩২ বলে ৩৪ রান করে আউট হন শ্রেয়স। বেঙ্কটেশ আইয়ার (৩), রমনদীপ সিং (১৩), রিঙ্কু সিং (৯), আন্দ্রে রাসেলরা (১০) রান পাননি।
আরও পড়ুন: IPL-এ প্রথম অর্ধশতরান কর♊ার দিনও,মাহি ভাই আমার সঙ্গে ম্যাচ শেষ করেছিল- দলকে জিতিয়ে নস্ট্যালজিক রুতু
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দে ছিল চেন্নাই। 💮রুতুরাজ গায়কোয়াড়, ড্যারিল মিচেলদের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল না, কয়েক মিনিট আগে এই পি🌼চেই ব্যাট করেছে কেকেআর। তবে দ্বিতীয় ইনিংসে শিশিরের জন্য কার্যকরী ভূমিকা নিতে পারেননি নাইট স্পিনাররা। দলের ২৭ রানে রাচিন রবীন্দ্র (১৫) ফিরে গেলেও, দ্বিতীয় উইকেটে ৭০ রান যোগ করে রুতুরাজ এবং মিচেল। ২৫ রানে নারিনের বলে বোল্ড হন কিউয়ি ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রুতু। ৯টি চারের সাহায্যে ৫৮ বলে অপরাজিত ৬৭ করেন তিনি। সঙ্গত দেন শিবম দুবেও। ৩টি ছয়, ১টি চারের সাহায্যে ১৮ বলে ২৮ রান করেন দুবে। দুবে আউট হতে পাঁচ নম্বরে ব্যাট হাতে নামেন এমএস ধোনি। তখন জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩ রান। বর্তমান এবং প্রাক্তন সিএসকে- অধিনায়ক মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।