পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠের চেনা পিচে রীতিমতো নিরাশ করলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা। যার খেসারত তাদের ম্যাচ হেরে দিতে হল সিএসকে-কে। এতে কিন্তু বিশাল চাপে পড়ে গেলেন রুতুরাজ গায়কোয়াড়রা। আর চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে তাদের হারিয়ে বড় অক্সিজেন পেল পঞ্🦹জাব। প্📖লে-অফের আশা বাঁচিয়ে রাখল তারা।
টস জিতে এদিন চেন্নাই সুপার কিংসকে ব্যাট ♏করতে পাঠিয়েছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ꩲক স্যাম কারান। শুরুটা কিন্তু খারাপ করেনি সিএসকে। অজিঙ্কা রাহানে এবং রুতুরাজ গায়কোয়াড় মিলে প্রথম উইকেটে ৬৪ রান করেও ফেলেছিল। কিন্তু এর পর থেকেই শুরু হয় উইকেট পতন। মূলত মিডল অর্ডারের ব্যর্থতাই ডোবাল চেন্নাইকে।
আরও পড়ুন: তোমার যখন অভিষেক হয়েছিল,⛎ ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে ♏চরম কটাক্ষ রোহিতের- ভিডিয়ো
৫টি চারের হাত ধরে ২৪ বলে ꧙২৯ রান করে আউট হন রাহানে। এর পরে কেউই উইকেটে সেভাবে টিকতে পারছিলেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সদ্য ভারতীয় দলে সুযোগ পাওয়া শিবম দুবে গোল্ডেন ডাক করে আউট হন। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া আর এক তারকা রবীন্দ্র জাদেজাও এদিন চূড়ান্ত ব্যর্থ। চারে নেমে ৪ বলে ২ করে সাজঘরে ফেরেন জাড্ডু। বিনা উইকেটে ৬৪ থেকে ৩ উইকেটে ৭০ হয়ে যাওয়ায়, চাপে পড়ে যায় সিএসকে। এর পর চেন্নাইয়ের ইনিংসের হাল ধরার কিছুটা চেষ্টা করেছিলেন অধিনায়ক রুতুরাজ। পাশে পান সমীর রিজভিকে। রিজভি অবশ্য ২৩ বলে ২১ রান করে আউট হয়ে যান।
রিজভির পর সাজঘরে ফেরেন রুতুরাজও। তবে ৪৮ বলে ৬২ রানের নির্ভরযোগ্য ইনিংস খেলেন রুতুই। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার, দু'টি ছক্কায়। এর পর মইন আলি ৯ বলে ১৫ করে আউট হন। ধোনি করেন ১১ বলে ১৪ রান। শেষ বলে রানআউট হন ধোনি। এবারের আইপিএলে এই প্রথম আউট হলেন ধোনি। ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন ডারিল মিচেল। এদিন চেন্নাইয়ের কেউই সেই ভাবে বিধ্বংসী ইনিংস খেলতে পারেননি। যার জেরে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ করে সিএসকে। মূলত রুতুরাজের ইনিংসের সৌজন্যেই ১৫০ রানের গণ্ডি টপকায় চেন্নাই। পঞ্জাবের হয়ে দু'টি করে উইকেট নিয়েছেন হরপ্রীত ব্রার এবং রা꧋হুল চাহার। একটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা এবং আর্শদীপ সিং।
আরও পড়ুন: নেতৃত্ব ফিরে পেয়েই IꦦCC T20I Rankings-এ বড় লাফ দিলেন বাবর, সূর্য ধরে রাখলেন এক নম♛্বর জায়গা
রান তাড়া করতে নেমে শুরুতেই প্রভসিমরন সিংয়ের উইকেট হারিয়ে বসে পঞ্জাব। ১০ বলে ১৩ করে আউট হন প্রভসিমরন। কিন্তু এর পর দলের হাল ধরেন জনি 🍌বেয়ারস্টো এবং রিলি রুসো মিলে। দ্বিতীয় উইকেটে তারা ৬৪ রান যোগ করেন। ৩০ বলে ৪৬ করে আউট হন বেয়ারস্টো। ꦺ২৩ বলে ৪৩ করেন রুসো। এই তিন উইকেট হারানোর পর অবশ্য জুটি গড়েন শশাঙ্ক সিং এবং স্যাম কারান মিলে। ২ তারকা মিলে পঞ্জাবক জিতিয়েই মাঠ ছাড়েন। ২৬ বলে ২৫ করে অপরাজিত থাকেন শশাঙ্ক। ২০ বলে ২৬ করেন স্যাম কারান। ১৭.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৬৩ করে ফেলে পঞ্জাব কিংস। ১৩ বল বাকি থাকতে সাত উইকেটে তারা ম্যাচটি জেতে। সিএসকে-র হয়ে একটি করে উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর, রিচার্ড গ্লেসন, শিবম দুবে।