অবিশ্বাস্য রিলে ক্যাচে বিরাট কোহলিকে ড্রেসিংরুমে ফেরত পাঠালেন অজিঙ্কা রাহানে এবং রাচিন রবীন্দ্র। বাউন্ডারি লাইনের ধারে স্লাইড করে গিয়ে বিরাটের ক্যাচটা ধরেন রাহানে। যিনি একটা সময় ভারতীয় টেস্টে বিরাটের ডেপুটি ছিলেন। কিন্তু তিনি যে গতিতে ছিলেন, তাতে বাউন্ডারি লাইন ছুঁয়ে ফেলবেন বুঝতে পেরে বলটা রাচিনের দিকে ঠেকে দেন রাহানে। আর সহজেই সেই বলটা তালুবন্দি করে নেন নি꧋উজিল্যান্ডের তারকা ক্রিকেটার। যে ক্যাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের কেউ-কেউ তো সেই ক্যাচটাকে 'তিকিতাকা ক্যাচ'-র তকমা দিয়েছেন। তবে যে নামই হোক না কেন, রাহানে এবং রাচিনের সেই রিলে ক্যাচে মজেছেন নেটিজেনরা।
(CSK vs RCB Live Score Up♛dates IPL 2024: ডেথ ওভারে ব্যাট চালাচ্ছেন কার্তিক-অনুজ)
শনিবার আইপিএলের প্রথম ম্যাচের দ্বাদশ ওভারে চেন্নাই🌜 সুপার কিংসের (সিএসকে) মুস্তাফিজুর রহমানের বলে বড় শট মারতে যান বিরাট। বলটা অফস্টাম্পের বাইরে ছিল। ফলে অফস্টাম্পের বাইরে থেকে টেনে পুল মারতে হয় বিরাটকে। কিন্তু বলের গতি কম ছিল বলে ঠিকমতো শটটা মারতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা।
বিরাটের ব্যাট থেকে বলটা উড়ে যায় ডিপ মিড-উইকেটের দিকে। দৌড়ে এসে স্লাইড করে ক্যাচ ধরে নেন রাহানে। তবে দৌড়ে এসে বলটা ধরায় রাহানে একটা গতির মধ্যে ছিলেন। যে গতির কারণে বাউন্ডারির লাইনের আগে নিজেকে থামাতে পারতেন না। সেক্ষেত্রে ছক্কা হয়ে যেত। সেই পরিস্থিতিতে রাহানে বলটা ভিতরের দিকে ছুড়ে দেন💟। দৌড়ে এসে সহজ ক্যাচ পূরণ করেন 🍸রাচিন।
সেই ক্যাচের জেরে প্রবল চাপে পড়ে যায় আরসিবি। ২০ বলে ২১ রান করে বিরাট যখন আউট হন, তখন আরসিবির স্কোর ছিল ১১.২ ওভারে চার উইকেটে ৭৭ রান। দু'বল পরেই আউট হয়ে যান ক্যামেরন গ্রিন। সেই পরিস্থিতিতে ১১.৪ ওভারে আরসিবির স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৭৮ রান। তারপর অবশ্য আরসিবির ইনিংসের হাল ধরেন অনুজ রাওয়াত এবং দীনেশ কার্তিক। তাঁদের সৌজন্যে ১৮ ওভারের শেষে আরসিবির স্কোর দাঁড়িয়েছে পাঁচ উইকেটে ১৪৮ রান। ২২ বলে ২২ রানে খেলছেন অনুজ। ১৭ বলে ২৬ রানে অপরাজিত আছেন কার্তিক। সপ্তম উইকেটে তাঁদের জুটিতে ইতিমধ্যে ৭꧃০ রান যুক্ত হয়েছে। এবার তাঁরা ১৮০ রানের গণ্ডি পেরনোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।