ভালো ফর্মে নেই বিরাট। তবে তিনি যে যেকোনও সময় ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠতে পারেন তা সবাই জানে। আর এই বিষয় নিয়ে প্যাট কামিন্স সহ অস্ট্রেলিয়া দলকে সতর্ক থাকতে বললেন ডেভিড ওয়ার্নার। তিনি মনে করেন বিরাট বর্ডার-গাভাসকর ট্রফিতে ঘুর✃ে দাঁড়াবে ঠিক। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে বিরাটের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। গত কয়েকবছরে টেস্ট ক্রিকেটে তাঁর পরিসংখ্যান মোটেও ভালো নয়। বিগত ৫ বছরে টেস্টে মাত্র ২টি শতক অর্জন করতে পেরেছেন তিনি। এর আগে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও রান করতে ব্যর্থ হয়েছেন বিরাট। তিনি শেষ ৬টি টেস্টের ১০ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি করতে সক্ষম হয়েছেন, এই সময় তাঁর ব্যাটিং গড় মাত্র ২২-এর আশেপাশে ছিল। এখন দেখার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিনি আবার পুরোনো মেজাজে ফিরে আসতে পারেন কিনা।
তবে তারকা অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার বিরাটকে নিয়ে বেশ আশাবাদী। তিনি হেরাল্ড সানে লিখেছেন, ‘আমি বিরাটকে নিয়ে চিন্তিত…তবে বাকিরা যেই কারণে আমি সেই কারণে নয়। আমি এটা আগেও দেখেছি। আমি জানি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টেস্টে হারের পর বিরাটকে নিয়ে প্রচুর কথা হয়েছে। কিন্তু আমি চিন্তিত অস্ট্রেলিয়াকে নিয়ে।’ তিনি আরও বলেন, ‘এটা বর্ডার-গাভাসকর ট্রফি। আমরা জানি বিরাট⛦ অস্ট্রেলিয়ায় সবসময় এগিয়ে আসে এবং চ্যালেঞ্জ গ্রহণ করে, সে এমন কিছু করে দেখায় যা অন্য কেউ করার ক্ষমতা রাখ𓆉ে না। নিজের সমালোচকদের চুপ করানোর তার কাছে এর থেকে ভালো সুযোগ আর নেই। আমি সত্যিই অস্ট্রেলিয়াকে নিয়ে চিন্তিত, কারণ সে এখানে এসে রান বানানোর লক্ষ্যে থাকবে। অস্ট্রেলিয়ান হিসেবে আমি চাইব ও যাতে এটা না করতে পারে। কিন্তু আমার মনে হয় সে নিজেকে প্রমাণ করার তাগিদে থাকবে।’
ডেভিড ওয়ার্নার আরও মনে করেন যে বিরাট কোহলি তাঁর ক্যারিয়ারে প্রথমবারের মতো 'অপরিচিত জায়গায়' আছেন, কারণ তিনি তাঁর ক্যারিয়ারে এত দীর্ঘ সময় ধরে খারাপ ফর্ম দেখেননি। তিনি বলেন, ‘বিরাটও একটি অপরিচিত জায়গার মধ্যে রয়েছে, কারণ এর আগে কখনও তার পুরো ক্যারিয়ারে এতো লম্বা সময় ধরে খারাপ ফর্ম চলেনি। লোকেরা এটিকে তার বয়সের সঙ্গে যুক্ত করে দেখছে (তিনি এই মাসের শুরুতে ৩৬ বছর বয়সে পা রেখেছেন), তবে ও এখনও একজন বিশ💦্বমানের খেলোয়াড়। সব সেরা ক্রিকেটারদের জীবনেই এরকম দিন আসে, আবার তারা সেটিকে কাটিয়ে ওঠে। বিশেষ করে আপনি যদি কোহলির মতো প্রতিভাবান এবং দৃঢ়প্রতিজ্ঞ হন।’ তিনি আরও বলেছেন, ‘এটি অবশ্যই শেষবারের মতো অস্ট্রেলিয়ায় বিরাটকে টেস্ট ম্যাচ খেলতে দেখা যাবে , তাই আমাদের তার খেলা উপভোগ করা উচিত। বিরাট সর্বদাই এমন ব্যক্তি যার উপর ভারতীয় দল রান করার জন্য খুব বেশি নির্ভর করে এবং সে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেকে বারবার প্রমাণও করেছে।’