মূলত টপ অর্ডার ব্যাটার। তবে মার্নাস ল্যাবুশান পার্টটাইম বোলার হিসেবেও কার্যকরী। আন্তর্জাতিক ক্রিকেটে সচরাতর লেগ স্পিন বল করতে দেখা যায় ল্যাবুশানকে। টেস্টে ১৩টি ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬টি𝓀 উইকেট🍸ও রয়েছে তাঁর। তবে সম্প্রতি নিজের বোলিং আরও কার্যকরী করে তুলতে ভিন্ন পথে হাঁটতে দেখা যাচ্ছে অজি তারকাকে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিন ছেড়ে মিডিয়াম পেস করতে দেখা যাচ্ছে ল্যাবুশানকে। গত মাসে ২টি ঘরোয়া ফার্স্ট ক্লাস ম্যাচে মিডিয়াম পেসꩵ বল করেন ল্যাবুশান এবং সাকুল্যে ৩টি উইকেট সংগ্রহ করেন তিনি। এই ২টি ম্যাচের মধ্যে আবার🍬 একটি ম্যাচ খেলা হয় পার্থে, যেখানে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া।
কিছুদিন আগে গ্রেড ক্রিকেটের সাক্ষাৎকারে ল্যাবুশান জানিয়েছিলেন যে, তিনি টেস্টে কোহলিরে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বাউন্সার দিতে চান। কোহলিকে সেই বাউন্সারে মাথা নীচু করে বল ছেড়ে দিতে বা♏ধ্য করতে চান তিনি। তাঁর বাউন্সারে কোহলিকে এভাবে ডাক করতে দেখলে সমর্থকরা নিশ্চিতভাবেই খুশি হবেন বলে আসা প্রকাশ করেন মার্নাস। আসলে ল্যাবুশানের বিশ্বাস, এভারে বাউন্সারে ডাক করা নাকি ব্যাটারের আত্মসম্মানে ঘা দেয়।
পার্থ টেস্টে ল্যাবুশানকে দিয়ে অস💜্ট্রেলিয়া বল করায় কিনা, সেটা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে তার আগেই কোহলি তথা ভারতীয় ব্যাটারদের বাউন্সার দেওয়ার মহড়া সেরে রাখলেন ল্যাবুশান।
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের আগে অ🌜নুশীলনে বল করছিলেন ল্যাবুশান। নেটে তাঁর বিরুদ্ধে ব্যাট করছিলেন অজি দলনায়ক প্যাট কামিন্স। ল্যাবুশান মিডিয়াম পেস বোলিংয়ে কামিন্সকে একটি বিষাক্ত বাউন্সার দেন। কামিন্স অকারণ ঝুঁকি না নিয়ে মাথা নীচু করে সেই বল যেতে দেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। বলা কওয়া শুরু হয়ে যায় যে, কোহলিকে বাউন্সারে ডাক করানোর আগে কামিন্সকে ডাক করিয়ে প্রস্তুতি সারলেন ল্যাবুশান।
উল্লেখ্য, মার্নাস ল্যাবুশান ১৩৫ কিলোমিটার গতিতে 🦋বল করার বিষয়ে অত্যন্ত আশাবাদী। তিনি নিজেই জানান যে, ইতিমধ্যেই ১৩২ কিলোমিটার গতিতে বল করেছেন তিনি। তাই আর মাত্র ৩ কোলোমিটার গতি বাড়াতে তাঁর বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়।
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড
প্যাট কামিন্স (ক্যাপ্টেন), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জোশ হেজেলউড, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, উসমান খোয়াজা, 🦹মার্নাস ল্যাবুশান, নাথান লিয়ন, মিচেল মার্শ, ন্যাথন ম্যাকসুইনি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।