🌠 শ্রীকৃষ্ণের পুজোয় অনেক সময়ই বিশেষ কিছু দিনে তুলসী মঞ্জরী অর্পণ করে থাকেন অনেকেই। শ্রীকৃষ্ণকে তুলসী মঞ্জরী অর্পণ করা শুভ বলেও মনে করা হয় শাস্ত্র মতে। আরা তুলসী গাছকে দীর্ঘদিন সুন্দর রাখতে অনেকেই মঞ্জরী তুলে ফেলে দেন। তবে মঞ্জরী বিশেষ একটি দিনে তোলা শুভ। সপ্তাহ বা মাসের সব দিনই তুলসী গাছের মঞ্জরী তুলে ফেলা শুভ নয়। এতে সংসার ও জীবনে নানান অশান্তি তৈরি হয় বলে মত শাস্ত্রজ্ঞদের।
প্রদীপ জ্বালানো শুভ
🃏বলা হয় বাড়িতে তুলসী গাছ থাকলে, সন্ধ্যার সময় সেখানে প্রদীপ জ্বালানো খুবই শুভ। বলা হচ্ছে, সূর্যাস্তের সময়, বিকেল ৫ টা থেকে ৬ টার মধ্যে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো শুভ। মনে করা হয়, এরফলে মা লক্ষ্মী ঘরে স্থায়ীভাবে বসবাস করেন। তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে।
তুলসীতে জলদান
🅺বলা হয়, শাস্ত্র অনুসারে সূর্যোদয়ের সময় তুলসী গাছকে সূর্যোদয়ের সময় পুজো করা খুবই শুভ। তাতে সংসারে ফেরে সুদিন। মনে করা হয়, সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করে তুলসী গাছে জল দিলে তাতে আর্থিক কষ্ট দূর হয়।
কোনদিন তুলসীর মঞ্জরী তোলা শুভ নয়?
ಞবলা হচ্ছে, তুলসীর মঞ্জরী রবিবার আর মঙ্গলবার তোলা শুভ নয়। এতে সংসারে নানান ধরনের চিন্তা উদ্বেগ তৈরি হয়। এছাড়াও একাদশীর দিনে তুলসীর মঞ্জরী তোলা শুভ নয়। এছাড়াও তুলসী মঞ্চে পড়ে থাকা পাতাই তুলে পুজো করা উচিত।
তুলসীতে জল দানের পর কী করণীয়
♉তুলসী গাছে জলদানের পর তুলসী পাতায় চন্দন লাগানো শুভ। একে সংসারের শ্রীবৃদ্ধি হয় ও বিষ্ণুদেব খুশি হন বলে মনে করা হয়।
ౠবাস্তুশাস্ত্রমতে দেখে নেওয়া যাক বাড়ির তুলসী গাছ শুকিয়ে গেলে, কোন কোন দিন তা ফেলে দেওয়া শুভ নয়। সংসারে সুখ সমৃদ্ধি ধরে রাখতে বিশেষ বেশ কয়েকটি দিনে বাড়িতে শুকিয়ে যাওয়া তুলসী গাছ মাটি থেকে না উপড়ে ফেলাই শুভ।