এ যেন পুরো স্বপ্নের মতো ব্যাপার। দুর্দান্🧸তভাবে শেষ হলো অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০তে জিতল অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের মাথায় শেষ হল তৃতীয় টেস্ট ম্যাচ। ৮ উইকেটে ম্যাচ পকেটে তুলে নিল প্যাট কামিন্স ও তাঁর বাহিনী। একেবারে চোখের নিমেষে শেষ হয়ে গেল গোটা ম্যাচ।
তবে এদিন ম্যাচ শেষের পর এক সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় ঘিরে মুখ খোলেন ওয়ার্নার। সেই সময় তিনি নিজের স্ত্রী ক্যান্ডিসের উদ্দেশ্যে বলেন যে তাঁর স্ত্রীর কোনও ধারণা নেই ক্রিকেট জীবনে কতবার মদ পান করেছেন তিনি। পাশাপাশি, অজি ত𓆉ারকা ব্যাটার আরও জানালেন ঠিক কিভাবে তাঁর স্ত্রী তাঁকে গোটা ক্রিকেট জীবন জুড়ে সাহায্য করেছে মদ্যপান থেকে নিজেকে দূরে রাখতে।
তিনি বলেন, 'প্রথমদিকে আমি বুঝতে পারতাম না এগুলোর গুরুত্ব। আন্তর্জাতিক স্তরে অ্যাথলিট হওয়া ঠিক কি আমি বুঝে উঠতে পারতাম না। তবে ক্যান্ডিস আমাকে সেই ক্ষেত্রে অনেক সাহায্য করেছে। ও বুঝতে পারতো না ক্রিকেট ক্যারিয়ারে আমরা কতটা মদ্যপান করেছি। আমি ওকে বলতাম যে ক্রিকেট হল এমন একটা জিনিস যেটা সকালে খেলতাম এবং দিনের শেষে বিয়ারের ক্যান খুলে বসতাম। তবে একটা জিনিস বুঝতে পেরেছি যে যেকোনও কাজ করার আগে নিজের আত্মসম্মান ও স্বপ্নকে আগে রাখতে হয়।' প্রসঙ্গত, এদিন ম✱্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার প্রশংসা করেন নিজের স্ত্রী'র এবং গোটা পরিবারের গোটা ক্রিকেট জীবন জুড়ে তাকে মানসিক শক্তি জোগানোর জন্য।
উল্লেখ্য, চতুর্থ দিনে ৭ উইকেটে ৬৮ রান নিয়ে খেলতে নেমে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১১৫ রানে। সর্বোচ্চ ৩৩ রান করেন আইয়ুব। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে চারটি উইকেট নেন হেজেলউড। এছাড়া তিনটি উইকেট♈ পান নাথান লিয়ন এবং একটি করে উইকেট ⛎তোলেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও ট্র্যাভিস হেড। জবাবে ১৩০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া দুই উইকেট হারিয়ে তুলে নেয় প্রয়োজনীয় রান। অর্ধশতরান আসে ডেভিড ওয়ার্নার এবং মার্নাস ল্যাবুশানের ব্যাট থেকে। ওয়ার্নার করেন ৫৭ এবং লাবুশেন ৬২। পাকিস্তানের বোলারদের মধ্যে দুটি উইকেটই পান সাজিদ খান। ম্যাচের সেরা হল আমির জামাল এবং সিরিজের সেরা হন অজি অধিনায়ক প্যাট কামিন্স।