আইনি জটিলতায় ফাঁসলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং দোনি। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন এক সময়ে ত🌊াঁর প্রাক্তন ব্যবসায়িক সঙ্গী মিহির দিবাকর। মঙ্গলবার পিটিআই জানিয়েছে, ধোনির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন মিহির দিবাকর নামের দেশের প্রাক্তন ক্রিকেটার। কিন্তু কী কারণে?
সম্প্রতি ধোনি তাঁর প্রাক্তন ব্যবসায়িক সঙ্গী মি🍃হির দিবাকর, তাঁর স্ত্রী সৌম্যা দাস এবং তাঁদের কোম্পানি অর্ক স্পোর্টস ম্যানেজমেন্টের বিরুদ্ধে ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা করেছিলেন। ধোনি এবং তাঁর ঘনিষ্ঠদের অভিযোগ ছিল, চুক্তির শর্ত লঙ্ঘন করেছে দিবাকরের সংস্থা। অন্তত ১৫ কোটি টাকা ধোনির বকেয়া রয়েছে বলেও জানানো হয়েছিল। পরবর্তীকালে চুক্তি ভেঙে দেওয়া হয়। বারবার দিবাকরকে ওই বকেয়া অর্থ ম💦িটিয়ে দেওয়ার কথা বলা হলেও, তাতে কোনও লাভ হয়নি। অনেক চিঠির জবাব আসেনি বলেও অভিযোগ ওঠে। পাশাপাশি অভিযোগ করা হয়েছিল, দিবাকর নাকি কয়েক জনকে হুমকিও দিয়েছিলেন।
আরও পড়ুন: শে🐈ষ ওভারে ম্যাথিউজকে ঠেঙিয়ে ২৪রান নিল জিম্বাবোয়ে, ৪ উইকেট🌃ে রোমহর্ষক জয় সিকান্দার রাজার দলের
২০০০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন মিহির দিবাকর। ধোনির সঙ্গে তাঁর দারুণ ঘনিষ্ঠতাও ছিল। এখন সেই সম্পর্ক আদালতের চৌকাঠে এসে দাঁড়িয়েছে। ধোনির যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন এবং অবমান🌼কর বলে দাবি করে মানহানির মামলা করেছেন মিহির দিবাকর। তাঁর দাবি, পুরো ঘটনায় সম্মানহানি করা হয়েছে তাঁদের।
দিল্লি হাইকোর্ট𓆏ের বিচারপতি প্রতিভা এম সিংয়ের এজলাসে দিবাকর এবং সৌম্যার দায়ের করা মামলার শুনানি হবে ১৮ জানুয়ারি। তাঁদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী ঋষি অবস্তি ও স্মরহার সিং।
আরও পড়ুন: এমন কোন গুণ ধোনি,💧 কোহলি, সচিনღের নেই কিন্তু তাঁর আছে, নিজের মুখেই জানালেন সৌরভ
আগেই মাহির আনা আর্থিক প্রতারণার অভিযোগ মিথ্যে বলে দাবি করে এক্সে বোমা ফাটিয়েছিলেন মিহির। নিজের এক্স হ্যান্ডেল থেকে মিহির দাবি করেছ🥀িলেন যে, তিনি কোনও রকমের কোনও আর্থিক প্রতারণা করেননি। উল্টে প্রাক্তন ভারতীয় অধিনায়ক তাঁর সঙ্গে প্রতারণা করেছেন এবং তাঁকে বদনাম করার চেষ্টা করছেন। পাশাপাশি, তিনি আরও দাবি করেন 🍌যে, মাহি তাঁর থেকে কোনও টাকা পান না। বরং তিনি পাঁচ কোটি টাকা পান মাহির থেকে।
মানহানির মামলা করার পর দিবাকর নতুন করে জানিয়েছেন, আদালতে অভিযোগ প্রমাণ না হওয়ার আগেই তাঁর ও সৌম্যা সম্পর্কে ধোনির আইনজীবী গত ৬ জানুয়ারি সাংবাদিক বৈঠকে বেশ ক♔িছু গুরুতর মন্তব্য করেছিলেন, যা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় তাঁদের ভাবমূর্তিতে আঘাত লেগেছে।
উল্লেখ্য, ২০১৭ সালে, একটি ক্রিকেট অ্যাকাডেমিকে অর্ক স্পোর্টস ম্যা෴নেজমেন্টের সঙ্গে চুক্তি করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে চুক্তিতে যে শর্তগুলি ছিল, সেগুলি একেবারে মানেননি মিহির দিবাকর এবং সৌম্যা। বারবার 'আইনি নোটিশ' পাঠানো সত্ত্বেও, দেওয়া হয়নি কোনও গুরুত্ব। অবশেষে রাঁচিতে এই ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করেছিলেন মাহি।