দিল্লি ক্যাপিটালস আগেই ছেড়েছিলেন ঋষভ পন্ত। রবিবার ছিল আইপিএলের নিলাম। সেখানেই ভাগ্য নির্ধারণ হয় পন্তের। আর আইপিএলের ইতিহাসে তিনি সব থেকে দামি ক্রিকেটার হয়ে যান। কয়েক মিনিট আগেই শ্রেয়স আইয়ার রেকর্ড গড়েছিলেন সব থেকে দামি ক্রিকেটার হয়ে। কয়েক মিনিটের মধ্যেই ২৭ কোটি টাকা দাম নিয়ে আইপিএলের ইতিহাসে সব থেকে দাম🎃ি ক্রিকেটার হন পন্ত।
পন্তকে ২৭ কোটিতে নেয় দিল্লি-
লোকেশ রাহুলের পরিবর্তে উইকেটকিপিং ব্যাটার তথা অধিনায়ক প্রয়োজন ছিল লখনউ সুপার জায়ান্টের। পন্তকে দলে নিতে তাঁরা কতটা আগ্রহী সেটা আরটিএমের সময় ২৭ কোটির বিড দেখেই পরিষ💝্কার হয়ে যায়, কারণ ওই পরিমাণ টাকা আর কোনও দলই পন্তকে পাওয়ার ๊জন্য দেখাতে পারেনি, এমনকি দিল্লি ক্যাপিটালস শিবিরও নয়।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনಌন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
আবেগঘন পোস্ট পার্থ জিন্দালের-
দীর্ঘ কয়েক বছর ধরেই আইপিএলে দিꦬল্লি ক্যাপিটালসেই খেলে আসছেন ঋষভ পন্ত। ফলে তাঁর সঙ্গে দলের কর্ণধার, টিম ম্যানেজমেন্টের একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। সেই পন্তই যখন রিটেন হওয়ার সিদ্ধান্তে ন𝐆া জানান, তখনই দিল্লি ম্যানেজমেন্ট বুঝে গেছিল, ভারতীয় দলের এই ক্রিকেটারকে নিলাম থেকে তোলা কঠিনই হবে। বিদায়বেলায়, দলের অন্যতম সেরা ক্রিকেটারকে নিয়েই আবেগঘন পোস্ট করলেন কর্ণধার পার্থ জিন্দাল।
আরও পড়ুন-ICC ꦜচ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদ♔িন ঘোষণা হতে পারে ভেনু
তুমি সারাজীবন আমার ছোটভাই থাকবে-
ঋꦬষভ পন্তকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘তুমি আছও আর ജতুমি সারাজীবন আমার ছোট ভাই থাকবে। নিজের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তোমায় ভালোবাসি। আর আমি সব সময়ই চেয়েছি তোমায় খুশি রাখতে আর আমার নিজের পরিবারের মতোই ভালোবাসা দিতে। আমি আজ খুবই দুঃখিত যে তুমি চলে যাচ্ছ, আর এই বিষয় আমি অত্যন্ত আবেগতাড়িত ’।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নির🐎াপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
তোমায় সাপোর্ট করব-
পার্থ জিন্দাল আরও জানান, ‘তুমি সব সময়ই দিল্লি ক্যাপিটালসে থাকবে, আর আশা কꦡরছি একদিন আমরা আবার এক হতে পারব। ধন্যবাদ তোমায় সবকিছুর জন্য। আর মনে রাখবে যে আমরা তোমায় সব সময় ভালোবাসব। ভালো করে খেলো চ্যাম্প, গোটা বিশ্ব তোমার পায়ের নিচে রয়েছে। আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। দিল্লি ক্যাপিটালস ছাড়া, যখন তুমি খেলবে আমি তোমার জন্য চিয়ার করব, আর আশা করব তুমি ভালো পারফরমেন্স কর ’।