লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে অনবদ্য জয়ের সঙ্গে সঙ্গেই আইপিএলের প্লে অফ কার্যত পাকা করে ফেলেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস দল। রাজস্থান দল এক ওভার বাকি থাকতেই সহজে ম📖্যাচ জিতে নিয়েছে। এই ম্যাচে দুরন্ত পারফরমেন্স করেন উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল। সুযোগ পেলেও এতদিন ঠিক নিজের চেনা ছ🦩ন্দে ফিরছিলেন না তিনি। লখনউয়ের বিপক্ষে তিনি করেন ৩৪ বলে ৫২ রান। এরপরই দর্শক আসনে বসে থাকা নিজের পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে করেন অনবদ্য সেলিব্রেশন, যা দেখেই বেজায় খুশি নেটমাধ্যম।
আরও পড়ুন-IPL 2024-পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য ক♉রতে পারল না মুম্বই
আইপিএলে দলের প্রয়োজনের সময়ই তাঁর ব্যাট থেকে আসে অর্ধশতরান। ১৯ ওভারের মধ্যেই তাঁর দল তুলে নেয় ৩ উইকেটে ১৯৯ রান। অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে জুটিতে ১০০-র ওপর রান তুলে দলকে জিতিয়ে প্লে অফ কার্যত নিশ্চিত করে দেন জুরেল। ৯ ম্যাচ থেকে রাজস্থান রয়্যালসের পয়েন্ট সংখ্যা এখন ১৬। অন্যান্য ম্যাচে জুরেলকে একটু পিছনের দিকে খেল♏ানো হলেও এই ম্যাচে তাঁকে ওপরের দিকে তুলে আনা হয়। আর তাতেই নিজের চেনা ছন্দে ফেরেন এই ডানহাতি ব্যাটার। শুরুর দিকে একটু উইকেট বুঝে নিয়ে সেট হতে সম🔯য় নেন। এরপরই থার্ড গিয়ারে রানের গতি চালাতে শুরু করেন ভারতীয় দলের এই ক্রিকেটার।
আরও পড়ুন-তীরন্দাজি বিশ্বকাপে বাꦜজিমাত ভারতের, সোনার হ্যাটট্রিক জ্ꦛযোতির
অর্ধশতরানের পরই স্ট্যান্ডে বসে থাকা পরিবারের সদস্য, বিশেষ করে🉐 বাবার দিকে স্যালুট করে সেলিব্রেশন করেন ধ্রুব জুরেল। তাঁর বাবা সেনায় কর্তব্যরত। তাঁর ক্রি𝓡কেটার হয়ে ওঠার পিছনে এই মানুষটির প্রচুর আত্মত্যাগ রয়েছে, সেই কারণেই বাবাকে উদ্দেশ্য করে স্যালুট করেন ধ্রুব।
আরও পড়ুন-IPL 2024- কান্নাকাটি বনꦦ্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর
ম্যাচের পর রাজ𓃲স্থানের উইকেটরক্ষক ব্যাটার বলছিলেন, ‘ আমি সব সময়ই বাবার জন্য খেলি। এর আগেও আমি টেস্ট ম্যাচে খেলার সময় বাবাকে উদ্দেশ্য করেই স্যালুট জানিয়েছিলাম। তখন বাবা আর্মিতে ছিল, তাই সেই সেলিব্রেশনটা তাঁকেই উদ্দেশ্য করেছি𓃲লাম। এবার সামনে থেকেই বাবাকে স্যালুট জানালাম’।
নিজের ইনিংস প্রসঙ্গে জুরেল বলেন,' আমি শুধুই চেষ্টা করেছিলাম ম্যাচ ফিনিশ করতে, যখনই সুযোগ পেয়েছি। আমি সব সময়ই চাই শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ শেষ করতে। পাওয়ার প্লেতে মাত্র দুজন ক্রিক𝓰েটার বাইরে থাকে, আবার মিডল ওভাররে ক্ষেত্রে বাইরে বেশি ফিল্ডার থাকে। তাই তখন গ্যাপ দ🃏েখে শট খেলে রানের গতি সচল রাখতে হয়। মাঝে একটু তাড়াহুড়ো করে ফেলছিলাম। তখন সঞ্জুই এসে বলল আসতে আসতে খেলতে। এরপর একটু সেট হতেই এক ওভারে ২০ রান করি'।