বৃষ্টির জন্য লিডসের প্রথম ওয়ান ডে ম্যাচ পরিত্যক্ত হয়। প্🎃রথম সারির তারকাদের ছাড়াই নটিংহ্যামে আয়ারল্যান্ডের বিরুদ্ধ✱ে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ইংল্যান্ড।
শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে একসঙ্গে চারজন ক্রিকেটার ইংল্যান্ডের জার্সিতে প্রথমবার ওয়ান ডে খেলতে নামেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দুই অভিষেককারী। স্যাম হেইন দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন।💎 অল্পের জন্য ব্যক্তিগত শতরান হাতছাড়া হয় তাঁর। জর্জ স্ক্রিমশ বল হাতে ৩টি উইকেট তুলে নেন। টম হার্টলি উইকেট না পেলেও কৃপণ বোলিং করেন। কেবল জেমি স্মিথ ব্যাট হাতে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚনজর কাড়তে ব্যর্থ হন।
ট্রেন্ট ব্রিজ🦹ে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৩৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ওপেনার উইল জ্যাকস ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৮ বলে ৯৪ রান করে আউট হন। স্যাম হেইন ৮টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ৮৯ রান করে সাজঘরে ফেরেন।
এছাড়া হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে মাঠ ছাড়েন বেন ডাকেট। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৪৮ রান করে আউট হন। ব্রাইডন কার্স ৩২, ফিল সল্ট ﷺ২৮ ও টম হার্টলি ১২ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে জর্জ ডকরেল ৪৩ রানে ৩টি উইকেট দখ♓ল করেন। ৩৮ রানে ২টি উইকেট নেন ক্রেগ ইয়ং। মার্ক আডায়ার, জোশ লিটল ও ব্যারি ম্যাককার্থি ১টি করে উইকেট সংগ্রহ করেন।
পালটা ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৪৬.৪ ওভারে ২৮৬ রানে অল-আউট হয়ে যায়। ৪৮ 💮রানে ম্যাচ হারে আয়ারল্যান্ড। সেই সঙ্গে তারা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।
জর্জ ডকরেল আইরিশদের হয়ে সব থেকে বেশি ৪৩ রান করেন। ৪১ রান করে আউট হন ব্যারি ম্যাককার্থি। ক্রেগ ইয়ং ৪০, হ্যারি টেক꧅্টর ৩৯ ও জোশ লিটল ২৯ রানের যোগদান রাখেন। দশম উইকেটের জুটিতে ইয়ং ও লিটল ৫৫ রান যোগ করেন, যা ওয়ান ডে-র ইতিহাসে🐼 আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ। এর আগে আইরিশদের হয়ে ওয়ান ডে-র দশম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড ছিল বয়েড ব়্যাঙ্কিং ও অ্যান্ডি ম্যাকব্রায়ানের ৫৪ রান।
ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে ৫৪ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন রেহান আহমেদ। ৬৬ রানে ৩টি উইকেট দখল করেন জর্জ। ম্যাথিউ পটস নেন ২টি উইকেট। ১টি উইকেট নেন ব্রাইডন𒈔 কার্স। ম্যাচের সেরা হন উইল জ্যাকস।